ঘনতম নীরবতা এক
জমলো নাগপাশে,
রংচটা শব্দগুলো
পেয়েছে কিছু ছন্দ,
আঁধার খেলেছে নিয়ে কিছু
বাস্তবতার কথকতা।
কিছু উষ্ণ আবেগ, না বলা কথা।
আর এর মাঝেই কেউ
খুঁজে পায় ছোট্ট নীড়,
ছোট্ট করে ভালো লাগার স্বপ্ন।
এবং বাতাসে মিশে থাকে-
তাদের আমাদের
দিনযাপনের গল্প।
| Source |
BPATC
October 2021
Comments
Post a Comment