মরীচিকা

অজানা অর্জন অর্জনের লোভে

ছুটে চলে তারা।

ছুটে চলে হিংসার খনি তৈরি করতে-

মন মানসে ক্ষণস্থায়ী তুষ্টি তৈরিতে-

তাদের ক্লান্তি নেই, নেই বিরাম। 


অফুরন্ত প্রাণশক্তি নিয়ে

নির্লজ্জ নির্লজ্জতা নিয়ে

তারা চলে ছুটে সসীমের পানে 

মরুভূমিতে সদ মরীচিকা দেখে দেখে- 

মায়াবী নিছক বকের ডাক শুনে শুনে-

অদ্ভুত গোয়ার্তুমি তাদের মুখে। 


এক জন্ম পেরিয়ে যায়

তারা মরীচিকা ছুঁয়ে ফেলে

চেয়ে দেখে - আর কিছু নেই।

মরীচিকার শেষে কেবল প্রকৃত সদ খাদ,

অসদ মরীচিকা বাস্তব হয়ে ধরা দেয়।

তারা পায় না তবু তৃপ্তির স্বাদ

তৃপ্তিসুখ হয়ে রয়-

তাদের একমাত্র সদ, বাস্তব মরীচিকা।।


Mirage [Source]


BPATC

December 2021

Comments