পরার্থপরতা

পাতায় পাতায় এতো কান্না,

কান্নাপানি রাখবে কোথায়?

মেঘের ঘরে পুকুর কেটেছো

জল জমেছে কোনায় কোনায়।


দেহে তোমার অসদ ব্যামো,

প্রেম ছাড়া সে কে সারায়?

শরীরে তুমি পুকুর কেটেছো

জল জমেছে কোনায় কোনায়।


নির্বাসনে বিশ্বজগৎ

বেহাগের সুর কে শোনায়?

পাথরে আজ পুকুর কেটেছো

জল জমেছে কোনায় কোনায়।


অমাবস্যা চরাচরে

প্রাণের জাহাজ কোথায় ভেড়ায়? 

গহন গহীনে পুকুর কেটেছো

জল জমেছে কোনায় কোনায়। 


মনোজ দূষণ শাখায় শাখায় 

শোধন জ্বালা কে বা পোহায়?

ব্যথা নামের পুকুর কেটেছো

জল জমেছে কোনায় কোনায়।


আশায় ছিল সবই পাবে

পাওয়া তোমার হল কোথায়?

কার জন্য পুকুর কেটেছো?

জল জমেছে কোনায় কোনায়।


বাসনা তো হৃদয় শুকায় 

এসো চলে জীবনধারায় 

সবার জন্য পুকুর কেটো 

পূর্ণ হবে কানায় কানায়।


Pond of Life [Source]


BPATC

December 2021

Comments