ভক্তি

অন্ধকার হাতে হেঁটে চলি আমি 

আলোর খোঁজে পথে। 

পাখি গেয়ে যায়,

নদী বয়ে যায়,

সময় চড়ে পুষ্পক রথে। 


ভুবন ধরে চলে পথের স্তুতি,

আমার সাধনা আলো। 

প্রভু দেখা দিলে

হাজার দুয়ার খোলে,

না হলে ভক্তি কালো।।



Devotion [Source]



BPATC
December 2021

Comments