নেশার প্রেম

তোমার নেশায় ভেঙে চুরে

নেশারু হয়েছে প্রেমিক, 

তোমাতে ডুবেই জীবিত হলো

তোমাতেই মরে আশিক। 


হাজার মরণে ফুরোয় না - তুমি,

গভীর ভীষণ সে নেশা,

সাধুরা, দেখো, তোমাকে নিয়ে

গড়ে নিয়েছে এক পেশা।


কাল কাল ধরে, যুগে যুগে 

তোমাকে নিয়ে হয় গান 

না দেখলে তোমায় দুনিয়া আঁধার 

তোমাতেই সঁপে প্রাণ।


তোমার ছোঁয়াতে বিশ্ব ভুলে 

ঘাত-যুদ্ধ-ঘৃণা-অভিমান 

তুমি না থাকলে রচিত দেশে দেশে 

তুচ্ছ প্রণয়ের মহাশ্মশান।


তুমি আদি, তুমিই সিদ্ধি 

তুমি শান্তির বাণী, 

তোমাতেই রবে জগৎ ঘুমিয়ে 

তুমিই স্বপ্নের রানী।


Have a relax [Source]


BPATC

December 2021

Comments