পদ্যিকা

মায়াবী 

মায়া, তোমার ক্ষমা নেই কোন

মায়াবী অপরাধের কোন ক্ষমা হয় না।


Mymensingh

September, 2020

• 


ধৃষ্টতা

একবার শুধু দিয়ে দেখো

ঐ ঠোঁটের অধিকার,

চাইবো না আর বিশ্ব-ধরা

আসন কোন রাজার।


Mymensingh

September, 2020


খুনী চোখ

এই যে বারবার চোখ তুলে চাও,

দয়া হয় না এতটুকু?

হাজার আশিক মরে পথে

মিলাতে নজর অৎটুকু।


Mymensingh

September, 2020

 

নিয়তি

আশার নেশায় চুর আমি,

নিত্য খেলি জুয়া,

আমার হাতেই দান আমার

ভক্তি-দুয়া ভুয়া।


Mymensingh

September, 2020

• 


বিয়ের শহীদ 

হলে শহীদ বিয়ের মাঠে

কে করবে রক্ষা?

গাজী হবার সুযোগ যে নাই,

মুক্তি? -পেলে অক্কা।


Mymensingh

September, 2020

• 


সময় 

সময় আমার আছে বলেই

সময় এতো দামি,

আলু-মূলা-পটল নয়, হে

বাজার পেয়েছো নাকি!


Mymensingh

September, 2020

• 


তাঁহার খোঁজ

প্রিয়া তোমায়, খুঁজতে যখন

বাহির ছেড়ে নিজেতে তাকাই,

হাতের মুঠোয় পেয়ে দেখি

প্রিয়া, চোখের সামনেই নাই।


Mymensingh

September, 2020

• 


আফসোস

না জানি কোন অজানা সুরে

কতই না জানা মিঠা,

নিজের সুর না থাকলে জানা

বাকি সবসুরই বৃথা।


Mymensingh

September, 2020

• 


সুখের প্রতিদান

যে তীব্র সুখের আগুন তুমি 

জ্বালালে আমার মনে,

সারা জাহান বিলিয়ে দিলেও

শোধ হবে না ধনে।


Mymensingh

September, 2020

• 


পাগল-মোহিনী

আমি পাগল আমার জন্য,

তুমি মোহিনী কেন?

তোমার মোহেই পাগল আমি

পাগলের কথা মেনো।


Mymensingh

September, 2020

• 


বেদনার পথ

শত বেদনার পথেই দেখো

শেষ হয়েছে কষ্ট,

সারা জীবন বিলিয়ে শান্তি

হলাম না আর নষ্ট।


Mymensingh

October, 2020

• 


আবোল

রকমফেরের ফেরে পড়ে

হলো না কোন তুষ্টি,

বৃথাই মুলা, বৃথাই শোলা

চায়েই আসল পুষ্টি। 


Mymensingh

October, 2020

• 


লজ্জার আগুন

আলোর দেখায় শিশিরবিন্দু 

লুকায় ঘাসের মাঝে,

তোমার নজরে আমার আগুন

জ্বলে সকাল-সাঁঝে।


Mymensingh

October, 2020


• 


গানে কথা

যদি কখনো কথা বলতে ইচ্ছে না হয়,

একটি গান পাঠিয়ে দিও,

কোন এক চরনে তোমার নিঃশ্বাস খুঁজে নেবো।


Mohanagar Project

July, 2021


*


অবকাশ

হাতে মৃত্যু বসিয়ে-

বিটপী-চূড়ায় দাঁড়িয়ে-

আমার অবকাশবাস।।


BPATC

June, 2021


*

বাধ্য সময়

নূতন সুরে ডাকে আগামী 

বাধ্যগত সময়ে

কাজের যজ্ঞে ব্যস্ত সুকামী 

সুবর্ণ বিজয়ে।।


BPATC

June, 2021


*


জলজ প্রেম

খুন কর তোর মনের বেশ্যা

দেহের করজা কিসে?

প্রেমের হচ্ছে উৎসব আজ

জলে-তরলে মিশে।


BPATC

June, 2021


*


নয়া প্রেম

অরক্ষিত হৃদয়ে লেগেছে মন বদলের হাওয়া

অযাচিত প্রেম এসেছে বলেই ভরসার গান গাওয়া,

বাতাসে দেখেছি মায়ার খেলা বর্ষায় আগুন জ্বালা

প্রেমিকার চোখে সহস্র আশা ভাঙবো মনের তালা।


BPATC

September, 2021


*


প্রেমজেইল

তিমিরনাশী কিরণে আজ উজল চারিদিক

তাঁর মাঝে দেখেছি আমি প্রেমের চৌদ্দশিক।


BPATC

September, 2021


*


দমকা লিমেরিক

সাদা মেঘ সন্ন্যাসে দাঁড়ায় 

পূবালী বায়ু হয়বেগে ধায়

আচমকা আসে কলঙ্ক হয়ে

কালোমেঘ-গম্ভীর অতিকায়-

আশ্বিনের রূপ বুঝা হলো দায়।


লিমেরিক

BPATC

September 2021


*


হালদার পাড়

জোছনার জোয়ারে ভাসে হালদার পাড়

চাঁদের আগুনে পুড়ে জীবন তোলপাড়। 

মৃদু হাওয়াতে গেয়ে চলে ঝিঝিদের ঝাঁক

পাঁচ যুবকের মিলনমেলায় আকাশ অবাক।


Halda

November 2021

*


ইঁদুর দৌড়

জীবন যেখানে যেমন, অর্থ খোঁজা বৃথা

সময়ে হারায় দেখো, তোমার আমার কথা

বড্ড বেশি আফসোস সবার, কম অথবা বেশি

জীবনদৌড়ে অনেকে ক্লান্ত, তবুও ভেকবেশী।


BPATC

September 2021

*

প্রেমচুমু

এক চুমুতে জীবন দিয়েছো
এক চুমুতেই নিলে কেড়ে,
কসম খোদার, লড়াই হবে
চোখ থেকে যদি যাও সরে।।


BPATC

September 2021

*


উপলব্ধি

অন্ধ কেউ বুঝেছে কি

মূক-বধিরের কষ্ট?

সাধারনে বুঝতে গিয়ে 

ভাষা করেছে নষ্ট।


BPATC

October 2021

*


চিন্তার প্লাটুন

মনে আছে যত     চিন্তা শত শত

ভিড় করে যেন সেনাদল-

        তাকে পেয়েছি যখন

        শান্ত হয়েছি তখন

মনের তুষ্টিতেই হয়েছে বল।


BPATC

October 2021

*


পলকে জাদু

আমার মনের প্রেমনদীতে

উঠিয়েছো ঢেউ-

তাকিয়েছো একবার লাজ ভুলে 

দেখে নি তো কেউ।


BPATC

October 2021

*


খোঁজ

খুঁজেছি তোমাকে বারবার

আকাশ-পাতাল-সাগরে

বুঝি নি কখনো-কভু

বাস করছো আমার ঘরে।


BPATC

October 2021

*


না জানো তুমি

না জানো তুমি , না আমার মন জানে

আমার যত অপারগতা

সুদূরচিন্তাতে ভুলেও আসে না

আমার শত অসমর্থতা। 

(Faiyyaz Hashmi)


BPATC

October 2021

*


তাকাল্লুফ-ই-গালিব

তুমি কখনো চোখ দিয়ে বা

কখনো মন দিয়ে ডাকো আমায়,

ঐ কথার জ্বালাতন তো 

বাকি দুনিয়ার জন্য।


BPATC

October 2021

*


মনের অসুখ

যে অসুখে মন মারা যায়

হোক সে অসুখ বারবার

জীবন বাঁচাতে

মনের অসুখ

বড়ই দরকার।।


BPATC

October 2021

*


মানার আনন্দ

দিন যায় আশায় আশায়

অপেক্ষায় রয় জীবন

তুমি একবার 'না' বলবে

বিচূর্ণ হবে মন।।


BPATC

October 2021

*

সময়কাঠি

অযথা কেনো মনকে ভুলাও
জীবনটা কি ঠুনকো তোমার?
সময় দিয়ে মেপো সময়
মরলে তুমি ফিরবে না আর।

BPATC
October 2021
*


জিজ্ঞাসা

ঘাসের ডগায় বেঁচেছে যে জীবন
জানে কি সে মাটির অধিকার?
মানুষ যখন বিলাসে হারায়
কবিতা পড়ে কি সে বাঁচবার?


BPATC

October 2021

*


সময়বন্দী

কাল-কারাগারে বন্দী সময়,

সময় শেষেই মুক্তি,

মিথ্যে কিছু নাম কুঁড়াতে 

বানাই আজীব যুক্তি।


BPATC

October 2021

*


একবার

গল্প যদি বলতে বলো

শোনাবো তোমায় গান,

সুযোগটি যদি একবার দাও

ভোলাবো অভিমান।।


BPATC

October 2021

*


বাজির দান

জীবন আমার সবচেয়ে প্রিয়

জীবন ভালোবাসি।

সেই জীবনও রাখবো বাজি

যদি দেখি পিয়ার মুখে হাসি।


BPATC

October 2021

*


অভিলাষ

শ্রাবণ এসেছে নিয়ে অজাত দিনের কুহু

আসবে সুদিন, ভাসবে ভেলা

সূচিত হবে সে জীবন খেলা

রন্ধ্রে বইবে আবীর ধারা মুহুর্মুহু।


BPATC

October 2021

*


নিদারুণ

মনে কখনো বানের জলের মতো

সুখ আসে, নিদারুণ, নিগূঢ় সুখ

আবার আসে কখনো জোয়ারের মতো 

প্রেম, নিষ্ঠুর, নিকষ জীবনের জন্য প্রেম।


BPATC

October 2021

*


আবার প্রেম

গতবারের মতো আবার কড়া নেড়েছে প্রেম

সেই পুরনো পরিচিত অনুভূতির গন্ধ গায়ে-

দেখলাম সলজ্জ নয়নে, অধরে সেই হাসি-

মনটা আমার আবার মোমের মতো গলে যায়


BPATC

October 2021

*


মোহ

একটি লতার দুইটি কুসুম

তোমার কনককঙ্কণ,

দৃষ্টি যেন মায়াকানন, জুড়ালে 

মোর মন-প্রাসাদপ্রাঙ্গণ।


BPATC

October 2021

*


ছবি

তুলি হাতে নিয়ে কী ছবি আঁকবো?

কী ছবি আঁকবো তোকে ছাড়া?

প্রতিচ্ছবি না রেখে ভেসে বেড়াস-

মনেই বাস তো, হতচ্ছাড়া।


BPATC

October 2021

*


সিরাতুল মুস্তাকিম

তোমার ঘরের পথগুলো সমান্তরাল

বেছে নেই কাকে, বলো!

সহজ-সরলের নিশানা কোথায় যে

ডেকে দেখাও, বলো, 'চলো'।।


BPATC

October 2021

*


আবেগবন্দী

বন্দী করেছো যে খাঁচায় তীব্র মায়ায়

খুঁজে ফিরি তার জানালা

অন্ধ চোখে মাখি মেখলা

কখনো ছাড়বে আমায় নিবিড় কোন ছায়ায়।


BPATC

October 2021

*


উচ্চাভিলাষ

টুনটুনিটার মতো পাখা তোমার

ধরতে গেলে আকাশ,

ময়না-টিয়া-ঈগল হবে না

হয়ে পড়লে হতাশ।


BPATC

October 2021

*


বইয়ের খাঁজে

বইয়ের ভাঁজে খুঁজেছি তোমার মুখ

শরাব-শেরির গন্ধ তোমার বইয়ে,

তোমার খাঁজ পেয়েছি ঐ পাতা ছুঁয়ে,

জীবনটা ধরে রাখার সে-ই জন্মমুখ।


BPATC

October 2021

*


কামনা বিয়োগ

এনেছো, মা, এই ধরাভূমে যাতনা পুষে

কত শত লক্ষ মুহূর্তের সে কামনা

আশা শুধু সুসন্তান হবে - আরশে ধরনা

হয়না সবাই - মন জ্বলে আগুন - তুষে।


BPATC

October 2021

*


জীবন চলতে

মায়া দিয়ে বেঁধেছি যে ঘর

গরাদ দিয়েছি নিজ দোষে

পদে পদে জীবন এখানে

আবেগ নিয়মিত চোষে।


BPATC

October 2021

*


অন্তিম যাত্রা

সোনালি রঙা ধান যে আমার

গড়েছি বহু যত্ন করে

বিদায়বেলায় সব পড়ে রয়

রওনা করি খালি করে।


BPATC

October 2021

*



আমার বাড়ির চিলেকোঠায় 
দুই পাগলের বাস 
সীমা ছাড়িয়ে চলছে যেন
নিত্য সহবাস।


BPATC

December 2021

*


মানুষ দুনিয়া উজাড় করে ফেলে 

একটিমাত্র ঘর বানাতে,

অথচ তোমার কুণ্ঠা হয় না-

অন্যের ঘর জ্বালাতে।

(বদর বশির)


BPATC

December 2021

*


ঝড়েছে যত বর্ষা, আবেগ-আঁধারে

সুমন্দ্র আলোকিত পারে,

গেয়েছে অপ্রাপ্তির গান, শত-হাজারে

নয়নের নোনা জলাধারে।


BPATC

December 2021

*


হে নারী, তুমি অধরে 

লালিমা মেখো না,

হৃদয়ে আমার একই 

রঙের ক্ষরণ হয়।।


BPATC

December 2021

*


যে কথা বলে দিয়েছ তুমি

এক ঝলকে নির্মমতম,

সে কথা বলতে লেগেছে

আমার সাত জন্ম, প্রিয়তম।


BPATC

December 2021

*


যে আলোতে চোখ মেলে দেখেছি তোমায়

তুমিও তার আঁধারে আমাকে খুঁজো কখনো।


BPATC

December 2021

*


আঙ্গুলে তোমার মদির ছোঁয়া

শিহরণ বাঁকে বাঁকে,

ঠোঁট ফুলিয়ে ঠোঁটের নালিশ,

প্রেম ডেকেছে তাকে।।


BPATC

December 2021

*


ধরাধম এত এমন হবে যদি,মা

কেনো আমায় পাঠালে?

ডাকলেও যদি না পাই তোমায়, মা

কেনো ভাষা ফুটালে?


BPATC

December 2021

*


আমার আগুনে জীবন পেয়েছো,

আমার স্মরণে মনন,

অন্তরে তবু কালো কেনো তোমার?

চিন্তায় পুরীষকানন?


BPATC

December 2021

*


প্রতিটি ঘরের আঙিনায়

মেলা করে আসে

শালিকের ঝাঁকে

খুঁজেছে তারা ক্ষুধার তোফা

ছোট্ট জীবনের বাঁকে বাঁকে।


BPATC

December 2021

*


আপন ভেবে আপনারে

বিশ্বাস করলাম সহজে

প্রহেলিকা সে যতবার এসেছে

সিদ্ধান্তের সময় যে।


BPATC

December 2021

*


রক্ত শীতল ঠোঁটে তোমার

জমানো রাজ্যের কামনা

তাতে চেপে ঠোঁট

প্রসাদে দেবীর ভোগ-

জীবন পাবো - এ বাসনা।


BPATC

December 2021

*


দয়া করে, মা, তাকিয়েছো তুমি

নগণ্য আমার পানে 

শুধু মিনতি দয়াবতী তুমি 

হাত রেখো মোর জানে।


BPATC

December 2021

*


আশা নিরাশার কারণ তুমি, 

তুমিই আনন্দবটী, 

বিরহ তোমার জন্য ধন্য, 

হে পরমা নগরনটী।।


BPATC

December 2021

*


বেদনা তরল হলে কাঠিন্য আরো আপন হতো

দুর্দিনের দুর্বিপাকে জীবনটা পরমজেয় হতো, 

সহজ-সরল সমরপথে, উর্জ্জস্বী আমন্ত্রণে 

বিরামহীন বিরাম হলে  যাপনটা আরাম পেতো।।


BPATC

December 2021

*


দিনের সীমান্তে দাঁড়িয়ে রাত নিত্যকার অপেক্ষায়

আমার ঘরে নতুন অতিথি-না ডাকলেও এসে যায়।।


BPATC

December 2021

*


যতবার দেখে নিয়ত নিপুন

সন্ধ্যামালার মেলা,

নাড়া দিয়েছে চোখের জানালায়

রঙিন কীটের খেলা।।


BPATC

December 2021

*


আসে যত ধীরে

মন মনুর তীরে,

সারে সারে মন-সংকল্প,

ততবার ঘুরে

এসেছে ফিরে

মোহন ভাবনার গল্প।।


BPATC

December 2021

*


কবেকার এক রৌদ্র ভেজা দিনে

মিশেছিলাম ভালোবাসার মিছিলে,

নিদ্রিত যত ভাবুকের দল মিলে-

নিয়েছিলাম তাদের পদচিহ্ন চিনে।।


BPATC

January 2022

*


চোরা কলমে চরম চুক্তি

দোল দেয় দোদুল্যমনে,

নড়বড়ে নিয়তের নওজোয়ান

দেয় দাগা দারুচিনি বনে।।


BPATC

January 2022

*


সুশোভিত শোভায় শোভিত শোভা

নয়ন হাতরে বেড়ায়,

আকারে বিকারে নিরাকার বহুকারে

অস্তিত্ব হারিয়ে যায়।।


BPATC

January 2022

*


অনাগত সব সুখের লালসায়

দিনগুলি যায় চলে, 

হেলায় ফেলি হাসি-খেলা

মর্মরে মনোযোগ টলে।।


BPATC

January 2022

*


চোখ চুরিয়ে দেখে দেখে 

পেয়েছে সে বাসনা, 

দিনে দিনে বেড়েছে দীনতা 

করে মৃত্যু রচনা।।


BPATC

January 2022

*

মায়াবী 

মায়া, তোমার ক্ষমা নেই কোন

মায়াবী অপরাধের কোন ক্ষমা হয় না।


Mymensingh

September, 2020

• 


ধৃষ্টতা

একবার শুধু দিয়ে দেখো

ঐ ঠোঁটের অধিকার,

চাইবো না আর বিশ্ব-ধরা

আসন কোন রাজার।


Mymensingh

September, 2020


খুনী চোখ

এই যে বারবার চোখ তুলে চাও,

দয়া হয় না এতটুকু?

হাজার আশিক মরে পথে

মিলাতে নজর অৎটুকু।


Mymensingh

September, 2020

 

নিয়তি

আশার নেশায় চুর আমি,

নিত্য খেলি জুয়া,

আমার হাতেই দান আমার

ভক্তি-দুয়া ভুয়া।


Mymensingh

September, 2020

• 


বিয়ের শহীদ 

হলে শহীদ বিয়ের মাঠে

কে করবে রক্ষা?

গাজী হবার সুযোগ যে নাই,

মুক্তি? -পেলে অক্কা।


Mymensingh

September, 2020

• 


সময় 

সময় আমার আছে বলেই

সময় এতো দামি,

আলু-মূলা-পটল নয়, হে

বাজার পেয়েছো নাকি!


Mymensingh

September, 2020

• 


তাঁহার খোঁজ

প্রিয়া তোমায়, খুঁজতে যখন

বাহির ছেড়ে নিজেতে তাকাই,

হাতের মুঠোয় পেয়ে দেখি

প্রিয়া, চোখের সামনেই নাই।


Mymensingh

September, 2020

• 


আফসোস

না জানি কোন অজানা সুরে

কতই না জানা মিঠা,

নিজের সুর না থাকলে জানা

বাকি সবসুরই বৃথা।


Mymensingh

September, 2020

• 


সুখের প্রতিদান

যে তীব্র সুখের আগুন তুমি 

জ্বালালে আমার মনে,

সারা জাহান বিলিয়ে দিলেও

শোধ হবে না ধনে।


Mymensingh

September, 2020

• 


পাগল-মোহিনী

আমি পাগল আমার জন্য,

তুমি মোহিনী কেন?

তোমার মোহেই পাগল আমি

পাগলের কথা মেনো।


Mymensingh

September, 2020

• 


বেদনার পথ

শত বেদনার পথেই দেখো

শেষ হয়েছে কষ্ট,

সারা জীবন বিলিয়ে শান্তি

হলাম না আর নষ্ট।


Mymensingh

October, 2020

• 


আবোল

রকমফেরের ফেরে পড়ে

হলো না কোন তুষ্টি,

বৃথাই মুলা, বৃথাই শোলা

চায়েই আসল পুষ্টি। 


Mymensingh

October, 2020

• 


লজ্জার আগুন

আলোর দেখায় শিশিরবিন্দু 

লুকায় ঘাসের মাঝে,

তোমার নজরে আমার আগুন

জ্বলে সকাল-সাঁঝে।


Mymensingh

October, 2020


• 


গানে কথা

যদি কখনো কথা বলতে ইচ্ছে না হয়,

একটি গান পাঠিয়ে দিও,

কোন এক চরনে তোমার নিঃশ্বাস খুঁজে নেবো।


Mohanagar Project

July, 2021


*


অবকাশ

হাতে মৃত্যু বসিয়ে-

বিটপী-চূড়ায় দাঁড়িয়ে-

আমার অবকাশবাস।।


BPATC

June, 2021


*

বাধ্য সময়

নূতন সুরে ডাকে আগামী 

বাধ্যগত সময়ে

কাজের যজ্ঞে ব্যস্ত সুকামী 

সুবর্ণ বিজয়ে।।


BPATC

June, 2021


*


জলজ প্রেম

খুন কর তোর মনের বেশ্যা

দেহের করজা কিসে?

প্রেমের হচ্ছে উৎসব আজ

জলে-তরলে মিশে।


BPATC

June, 2021


*


নয়া প্রেম

অরক্ষিত হৃদয়ে লেগেছে মন বদলের হাওয়া

অযাচিত প্রেম এসেছে বলেই ভরসার গান গাওয়া,

বাতাসে দেখেছি মায়ার খেলা বর্ষায় আগুন জ্বালা

প্রেমিকার চোখে সহস্র আশা ভাঙবো মনের তালা।


BPATC

September, 2021


*


প্রেমজেইল

তিমিরনাশী কিরণে আজ উজল চারিদিক

তাঁর মাঝে দেখেছি আমি প্রেমের চৌদ্দশিক।


BPATC

September, 2021


*


দমকা লিমেরিক

সাদা মেঘ সন্ন্যাসে দাঁড়ায় 

পূবালী বায়ু হয়বেগে ধায়

আচমকা আসে কলঙ্ক হয়ে

কালোমেঘ-গম্ভীর অতিকায়-

আশ্বিনের রূপ বুঝা হলো দায়।


লিমেরিক

BPATC

September 2021


*


হালদার পাড়

জোছনার জোয়ারে ভাসে হালদার পাড়

চাঁদের আগুনে পুড়ে জীবন তোলপাড়। 

মৃদু হাওয়াতে গেয়ে চলে ঝিঝিদের ঝাঁক

পাঁচ যুবকের মিলনমেলায় আকাশ অবাক।


Halda

November 2021

*


ইঁদুর দৌড়

জীবন যেখানে যেমন, অর্থ খোঁজা বৃথা

সময়ে হারায় দেখো, তোমার আমার কথা

বড্ড বেশি আফসোস সবার, কম অথবা বেশি

জীবনদৌড়ে অনেকে ক্লান্ত, তবুও ভেকবেশী।


BPATC

September 2021

*

প্রেমচুমু

এক চুমুতে জীবন দিয়েছো
এক চুমুতেই নিলে কেড়ে,
কসম খোদার, লড়াই হবে
চোখ থেকে যদি যাও সরে।।


BPATC

September 2021

*


উপলব্ধি

অন্ধ কেউ বুঝেছে কি

মূক-বধিরের কষ্ট?

সাধারনে বুঝতে গিয়ে 

ভাষা করেছে নষ্ট।


BPATC

October 2021

*


চিন্তার প্লাটুন

মনে আছে যত     চিন্তা শত শত

ভিড় করে যেন সেনাদল-

        তাকে পেয়েছি যখন

        শান্ত হয়েছি তখন

মনের তুষ্টিতেই হয়েছে বল।


BPATC

October 2021

*


পলকে জাদু

আমার মনের প্রেমনদীতে

উঠিয়েছো ঢেউ-

তাকিয়েছো একবার লাজ ভুলে 

দেখে নি তো কেউ।


BPATC

October 2021

*


খোঁজ

খুঁজেছি তোমাকে বারবার

আকাশ-পাতাল-সাগরে

বুঝি নি কখনো-কভু

বাস করছো আমার ঘরে।


BPATC

October 2021

*


না জানো তুমি

না জানো তুমি , না আমার মন জানে

আমার যত অপারগতা

সুদূরচিন্তাতে ভুলেও আসে না

আমার শত অসমর্থতা। 

(Faiyyaz Hashmi)


BPATC

October 2021

*


তাকাল্লুফ-ই-গালিব

তুমি কখনো চোখ দিয়ে বা

কখনো মন দিয়ে ডাকো আমায়,

ঐ কথার জ্বালাতন তো 

বাকি দুনিয়ার জন্য।


BPATC

October 2021

*


মনের অসুখ

যে অসুখে মন মারা যায়

হোক সে অসুখ বারবার

জীবন বাঁচাতে

মনের অসুখ

বড়ই দরকার।।


BPATC

October 2021

*


মানার আনন্দ

দিন যায় আশায় আশায়

অপেক্ষায় রয় জীবন

তুমি একবার 'না' বলবে

বিচূর্ণ হবে মন।।


BPATC

October 2021

*

সময়কাঠি

অযথা কেনো মনকে ভুলাও
জীবনটা কি ঠুনকো তোমার?
সময় দিয়ে মেপো সময়
মরলে তুমি ফিরবে না আর।

BPATC
October 2021
*


জিজ্ঞাসা

ঘাসের ডগায় বেঁচেছে যে জীবন
জানে কি সে মাটির অধিকার?
মানুষ যখন বিলাসে হারায়
কবিতা পড়ে কি সে বাঁচবার?


BPATC

October 2021

*


সময়বন্দী

কাল-কারাগারে বন্দী সময়,

সময় শেষেই মুক্তি,

মিথ্যে কিছু নাম কুঁড়াতে 

বানাই আজীব যুক্তি।


BPATC

October 2021

*


একবার

গল্প যদি বলতে বলো

শোনাবো তোমায় গান,

সুযোগটি যদি একবার দাও

ভোলাবো অভিমান।।


BPATC

October 2021

*


বাজির দান

জীবন আমার সবচেয়ে প্রিয়

জীবন ভালোবাসি।

সেই জীবনও রাখবো বাজি

যদি দেখি পিয়ার মুখে হাসি।


BPATC

October 2021

*


অভিলাষ

শ্রাবণ এসেছে নিয়ে অজাত দিনের কুহু

আসবে সুদিন, ভাসবে ভেলা

সূচিত হবে সে জীবন খেলা

রন্ধ্রে বইবে আবীর ধারা মুহুর্মুহু।


BPATC

October 2021

*


নিদারুণ

মনে কখনো বানের জলের মতো

সুখ আসে, নিদারুণ, নিগূঢ় সুখ

আবার আসে কখনো জোয়ারের মতো 

প্রেম, নিষ্ঠুর, নিকষ জীবনের জন্য প্রেম।


BPATC

October 2021

*


আবার প্রেম

গতবারের মতো আবার কড়া নেড়েছে প্রেম

সেই পুরনো পরিচিত অনুভূতির গন্ধ গায়ে-

দেখলাম সলজ্জ নয়নে, অধরে সেই হাসি-

মনটা আমার আবার মোমের মতো গলে যায়


BPATC

October 2021

*


মোহ

একটি লতার দুইটি কুসুম

তোমার কনককঙ্কণ,

দৃষ্টি যেন মায়াকানন, জুড়ালে 

মোর মন-প্রাসাদপ্রাঙ্গণ।


BPATC

October 2021

*


ছবি

তুলি হাতে নিয়ে কী ছবি আঁকবো?

কী ছবি আঁকবো তোকে ছাড়া?

প্রতিচ্ছবি না রেখে ভেসে বেড়াস-

মনেই বাস তো, হতচ্ছাড়া।


BPATC

October 2021

*


সিরাতুল মুস্তাকিম

তোমার ঘরের পথগুলো সমান্তরাল

বেছে নেই কাকে, বলো!

সহজ-সরলের নিশানা কোথায় যে

ডেকে দেখাও, বলো, 'চলো'।।


BPATC

October 2021

*


আবেগবন্দী

বন্দী করেছো যে খাঁচায় তীব্র মায়ায়

খুঁজে ফিরি তার জানালা

অন্ধ চোখে মাখি মেখলা

কখনো ছাড়বে আমায় নিবিড় কোন ছায়ায়।


BPATC

October 2021

*


উচ্চাভিলাষ

টুনটুনিটার মতো পাখা তোমার

ধরতে গেলে আকাশ,

ময়না-টিয়া-ঈগল হবে না

হয়ে পড়লে হতাশ।


BPATC

October 2021

*


বইয়ের খাঁজে

বইয়ের ভাঁজে খুঁজেছি তোমার মুখ

শরাব-শেরির গন্ধ তোমার বইয়ে,

তোমার খাঁজ পেয়েছি ঐ পাতা ছুঁয়ে,

জীবনটা ধরে রাখার সে-ই জন্মমুখ।


BPATC

October 2021

*


কামনা বিয়োগ

এনেছো, মা, এই ধরাভূমে যাতনা পুষে

কত শত লক্ষ মুহূর্তের সে কামনা

আশা শুধু সুসন্তান হবে - আরশে ধরনা

হয়না সবাই - মন জ্বলে আগুন - তুষে।


BPATC

October 2021

*


জীবন চলতে

মায়া দিয়ে বেঁধেছি যে ঘর

গরাদ দিয়েছি নিজ দোষে

পদে পদে জীবন এখানে

আবেগ নিয়মিত চোষে।


BPATC

October 2021

*


অন্তিম যাত্রা

সোনালি রঙা ধান যে আমার

গড়েছি বহু যত্ন করে

বিদায়বেলায় সব পড়ে রয়

রওনা করি খালি করে।


BPATC

October 2021

*



আমার বাড়ির চিলেকোঠায় 
দুই পাগলের বাস 
সীমা ছাড়িয়ে চলছে যেন
নিত্য সহবাস।


BPATC

December 2021

*


মানুষ দুনিয়া উজাড় করে ফেলে 

একটিমাত্র ঘর বানাতে,

অথচ তোমার কুণ্ঠা হয় না-

অন্যের ঘর জ্বালাতে।

(বদর বশির)


BPATC

December 2021

*


ঝড়েছে যত বর্ষা, আবেগ-আঁধারে

সুমন্দ্র আলোকিত পারে,

গেয়েছে অপ্রাপ্তির গান, শত-হাজারে

নয়নের নোনা জলাধারে।


BPATC

December 2021

*


হে নারী, তুমি অধরে 

লালিমা মেখো না,

হৃদয়ে আমার একই 

রঙের ক্ষরণ হয়।।


BPATC

December 2021

*


যে কথা বলে দিয়েছ তুমি

এক ঝলকে নির্মমতম,

সে কথা বলতে লেগেছে

আমার সাত জন্ম, প্রিয়তম।


BPATC

December 2021

*


যে আলোতে চোখ মেলে দেখেছি তোমায়

তুমিও তার আঁধারে আমাকে খুঁজো কখনো।


BPATC

December 2021

*


আঙ্গুলে তোমার মদির ছোঁয়া

শিহরণ বাঁকে বাঁকে,

ঠোঁট ফুলিয়ে ঠোঁটের নালিশ,

প্রেম ডেকেছে তাকে।।


BPATC

December 2021

*


ধরাধম এত এমন হবে যদি,মা

কেনো আমায় পাঠালে?

ডাকলেও যদি না পাই তোমায়, মা

কেনো ভাষা ফুটালে?


BPATC

December 2021

*


আমার আগুনে জীবন পেয়েছো,

আমার স্মরণে মনন,

অন্তরে তবু কালো কেনো তোমার?

চিন্তায় পুরীষকানন?


BPATC

December 2021

*


প্রতিটি ঘরের আঙিনায়

মেলা করে আসে

শালিকের ঝাঁকে

খুঁজেছে তারা ক্ষুধার তোফা

ছোট্ট জীবনের বাঁকে বাঁকে।


BPATC

December 2021

*


আপন ভেবে আপনারে

বিশ্বাস করলাম সহজে

প্রহেলিকা সে যতবার এসেছে

সিদ্ধান্তের সময় যে।


BPATC

December 2021

*


রক্ত শীতল ঠোঁটে তোমার

জমানো রাজ্যের কামনা

তাতে চেপে ঠোঁট

প্রসাদে দেবীর ভোগ-

জীবন পাবো - এ বাসনা।


BPATC

December 2021

*


দয়া করে, মা, তাকিয়েছো তুমি

নগণ্য আমার পানে 

শুধু মিনতি দয়াবতী তুমি 

হাত রেখো মোর জানে।


BPATC

December 2021

*


আশা নিরাশার কারণ তুমি, 

তুমিই আনন্দবটী, 

বিরহ তোমার জন্য ধন্য, 

হে পরমা নগরনটী।।


BPATC

December 2021

*


বেদনা তরল হলে কাঠিন্য আরো আপন হতো

দুর্দিনের দুর্বিপাকে জীবনটা পরমজেয় হতো, 

সহজ-সরল সমরপথে, উর্জ্জস্বী আমন্ত্রণে 

বিরামহীন বিরাম হলে  যাপনটা আরাম পেতো।।


BPATC

December 2021

*


দিনের সীমান্তে দাঁড়িয়ে রাত নিত্যকার অপেক্ষায়

আমার ঘরে নতুন অতিথি-না ডাকলেও এসে যায়।।


BPATC

December 2021

*


যতবার দেখে নিয়ত নিপুন

সন্ধ্যামালার মেলা,

নাড়া দিয়েছে চোখের জানালায়

রঙিন কীটের খেলা।।


BPATC

December 2021

*


আসে যত ধীরে

মন মনুর তীরে,

সারে সারে মন-সংকল্প,

ততবার ঘুরে

এসেছে ফিরে

মোহন ভাবনার গল্প।।


BPATC

December 2021

*


কবেকার এক রৌদ্র ভেজা দিনে

মিশেছিলাম ভালোবাসার মিছিলে,

নিদ্রিত যত ভাবুকের দল মিলে-

নিয়েছিলাম তাদের পদচিহ্ন চিনে।।


BPATC

January 2022

*


চোরা কলমে চরম চুক্তি

দোল দেয় দোদুল্যমনে,

নড়বড়ে নিয়তের নওজোয়ান

দেয় দাগা দারুচিনি বনে।।


BPATC

January 2022

*


সুশোভিত শোভায় শোভিত শোভা

নয়ন হাতরে বেড়ায়,

আকারে বিকারে নিরাকার বহুকারে

অস্তিত্ব হারিয়ে যায়।।


BPATC

January 2022

*


অনাগত সব সুখের লালসায়

দিনগুলি যায় চলে, 

হেলায় ফেলি হাসি-খেলা

মর্মরে মনোযোগ টলে।।


BPATC

January 2022

*


চোখ চুরিয়ে দেখে দেখে 

পেয়েছে সে বাসনা, 

দিনে দিনে বেড়েছে দীনতা 

করে মৃত্যু রচনা।।


BPATC

January 2022

*

Comments