চন্দ্রবোধন

চন্দ্রিমাবোধনে নেমেছি আজ 

অলীকের পাই খোঁজ

আকাশ জুড়ে দুধেল ছায়া

মেঘ বাড়িয়েছে বোঝ।

একাকিত্বের গান বাজে ঐ

নীল চাঁদের ধারে

আমিও নির্জনে এথা, ও সোম,

সঙ্গী কেহ নারে ।।


September, 2012


Moon hill trekking [Source: Shutterstock]


Comments