বাধা

আলোর মেলা বসেছে আজ শহরে-
কোলাহল বাড়ছে চারিদিকে,
তবু বিষন্ন পাখি এক বসে আছে একা
শোকার্ত, নীল, কার্ত।

আকাশে বেড়েছে ক্ষুদার্ত চিলেদের আনাগোনা-
বড় ভীতিকর তাদের তৃষ্ণার্ত চাওনি।
আকাশ জুড়ে আজ তাদেরি রাজত্ব
অজানা এক দেশের তীক্ষ্ণ ভ্রূকুটি।
অথবা রাজ্যের অতৃপ্ত বাসনার বেড়াজালে
বন্দিত্বকে বরন করে খুঁজে ফেরে মায়ায়-
জড়ানো কোন অলীক মুক্তির স্থূল মরীচিকা।

অগোছালো পালকের ভাঁজে মুখ গুজে
সেই কাতর পাখিটি গুমরে উঠে,
আঙুলের ফাকে খুঁজে ফেরে
আজো ধুঁয়ার ছায়াহীন কায়া।

বড্ড তৃষ্ণা পেয়ে গেছে,
শত বছরের পুরনো গ্লানি আজো ঘুরে ফিরে
ছুটে আসে নির্মম হায়নার মত
দশনাবিকশিত উদ্দাম নগ্ন হাসিতে
শিউরে উঠে ছোট্ট পাখিটা,
ডানাটা তার ভেঙ্গে গেছে।

থেকে থেকে তীব্র কাঁপনতোলা দয়াহীন
এক কষ্ট মর্মরিয়ে উঠে
বেঁচে থাকার আকুল আর্তনাদে
আজো মরিয়া তোমাদের নগরীর
এই ছোট্ট পাখিটি।

শিরিষ গাছের ডালে বসে দেখে যায়
শঙ্খচূড়দের প্রকট আস্ফালন
ভীত সন্ত্রস্ত পাখিটির তবু নেই
আজ বিন্দুমাত্র ভাবলেশ।
জেগে থাকে তবু আজ একলা
পাখি-মনে থাকে শুধু আজন্ম তিয়াস,
বেঁচে থাকার নির্মম সংগ্রামে
আজ সে বড় ক্লান্ত বিদ্ধস্ত প্রান এক।

মুর্ছিত জনপদে এক নির্লিপ্ত দর্শক
আলো ফুটে উঠে ধীরে-ছায়া পড়ে মানবের,
দীর্ঘশ্বাস ফেলে ছুটে আসা ক্ষুধার্ত চিলের দিকে
তাকিয়ে থাকে অপলকে।
আসন্ন বিলয়ের পানে দৃষ্টি মেলে
জীবনের সংজ্ঞা খুঁজে চলে।

ঐতো! ছুটে আসছে জলজ্যান্ত বিভীষিকা!
ডানা মেলে বহু দূরে
ধীরে ধীরে অবয়ব স্পষ্ট হয়ে উঠে
পাষানের ক্ষুদিত রক্তচক্ষু।
আরও সূক্ষ্ম হয়ে উঠে ধেয়ে আসা লয়,
মুক্তির পথে আর একটি মাত্র
বাধা...... ।।

December, 2012

Waiting Owl [Source: all is wall]


Comments