কিছু অভাববোধের কোন মানে থাকে না!

কিছু অভাববোধের কোন মানে থাকে না!
শহুরে রোদে দাঁড়িয়ে থাকা
বিষণ্ন কাক কি করে জানবে
গন্ধরাজের ছায়ায় ঝিমিয়ে থাকা
চড়ুইয়ের চোখে ঘুমের অভিযোগ?
ছাতিমের পাতারই বা কতটুকু জানা বাকি?

কিছু অভাববোধের কোন মানে থাকে না!
ভাঙা খাঁচায় চিরচেনা পাখি
কিসের আশে শিস দিয়ে চলে,
ভাঙা ডানায় ভর করে তার
ছোট্ট খাঁচায় এদিক ওদিক ছোটে?
নীড়ের পাখিদের কত আর বুঝা বাকি?

কিছু অভাববোধের কোন মানে থাকে না!
রাস্তায় পড়ে থাকে যে মৃত ব্যাঙ
উদ্দাম গাড়ির হেডলাইটে ঝলকে-
শিকারীর ধনুকে বধ হওয়া হরিণ!
মরণযাতনায় পিষ্ট না বিদ্ধ?কে পেল বেশি?
মাতাল ট্রাকচালকের কতটুকু উপরে যাওয়া বাকি?

কিছু অভাববোধের কোন মানে থাকে না!
নিত্যকার মৃত্যুর মাঝে জোড়বিহীন
কথায় যখন ঠোঁট ফুলে উঠে
কই?চাঁদ তো নালিশ করে নি!
মুখ লুকিয়ে সূর্যকে বকেছে।
রাতের আর কতটুকু সময় বাকি?

কিছু অভাববোধের কোন মানে থাকে না!
ঘাসের ডগায় জন্ম নেয় যে শিশির
আলোর বয়স বাড়ার সাথে
সে মৃত্যুর প্রস্তুতি নেয়,তাতে কি?
গাঢ় নীল তো কোন চিঠি লিখে নি!
কুয়াশারই বা কতটুকু ভেজানো বাকি?

কিছু অভাববোধের কোন মানে থাকে না!
রাতের আকাশে তারার মেলায়
সর্ববৃহত্‍ যে তারাটি!শশাঙ্ক নাম!
সে তো কাউকে শাসাতে পারলো না,
না ঢাকতে পারলো পূর্ণিমার রূপ
আকাশের ডালিতে আর কতটুকু গুঁজে রাখা বাকি?

অভাব?সে তো পেলই না কেউ?
মিছে 'নাই নাই' বলে চেঁচিয়ে গেলো
যেদিন অভাবে পড়ার অভাববোধও হবে না,সেদিন
কারো কি অভাব হবে?
হবে না!

October, 2013

Emptiness [Source: Wise Attention]


Comments