আমার খুব ঈর্ষা হয়,জানো তো!
তোমার ঐ কালো চুলের জন্যে!
কতই না অবলীলায় অমন বদনখানির উপর খেলা করে যায়।
তুমি কিচ্ছুটি বলো না!
কুন্তলভাগ্য ক'জনের হয় বলো!
আমার খুব ঈর্ষা হয়,জানো তো!
তোমার কানের দুলগুলোর জন্য!
কত না আয়েশে তোমার কান জড়িয়ে বসে পা ঝুলিয়ে দেয়!
তুমি একটিবারও বকে দাও না!
দোলনায় চড়তে ক'জন পায় বলো!
আমার খুব ঈর্ষা হয়,জানো তো!
তোমার চোখের পাপড়ির জন্য!
কত না দায়িত্ব নিয়ে তোমার আয়তচোখজোড়া পাহারা দেয়!
তুমি একবারও অভিযোগ করো না!
রাত্রি জাগতে কি লাগে বলো!
আমার খুব ঈর্ষা হয়,জানো তো!
তোমার হাতের ঐ কলমটার জন্য!
কতক্ষণ ধরে তোমার হাতের তালুতে খেলা করে বেড়ায়!
তুমি ভয়ে ছেড়ে দাও না!
লিখতে কতটা সাহস লাগে বলো!
আমার খুব ঈর্ষা হয়,জানো তো!
তোমার হাতঘড়িটার জন্য!
কতবার সে কারণে-অকারণে তোমার মনোযোগী দৃষ্টির পরশ পায়!
তুমি একটুও ক্লান্ত হও না!
সময় আর কত আছে বলো!
আমার খুব ঈর্ষা হয়,জানো তো!
তোমার মাথার নিচে বালিশের জন্য!
কতক্ষণ সে তোমার চুলে মুখ গুঁজে থাকতে পারে!
কেউ একটুও ভ্রু কুঁচকায় না!
ঘুম ভাঙাতে কে চায় বলো!
আমার খুব ঈর্ষা হয়,জানো তো!
তোমার হাতব্যাগের জন্য!
তুমি বসে থাকলে কত না আনন্দে সে তোমার কোলে মাথা দিয়ে রাখে!
তুমি একবারও চোখ রাঙাও না!
মাথা ব্যথা কেন করবে না বলো!
আমার খুব ঈর্ষা হয়,জানো তো!
তোমার কোকের বোতলের স্ট্র এর জন্যে!
তোমার হাতের চুড়ির জন্যে!
তোমার পায়ের নুপূরের জন্যে!
তোমার ঘরের বাতিটার জন্যে!
একটা সত্যি বলবো?
এখন আমার নিজের জন্যও খুব ঈর্ষা হয় ........
তোমার ঐ কালো চুলের জন্যে!
কতই না অবলীলায় অমন বদনখানির উপর খেলা করে যায়।
তুমি কিচ্ছুটি বলো না!
কুন্তলভাগ্য ক'জনের হয় বলো!
আমার খুব ঈর্ষা হয়,জানো তো!
তোমার কানের দুলগুলোর জন্য!
কত না আয়েশে তোমার কান জড়িয়ে বসে পা ঝুলিয়ে দেয়!
তুমি একটিবারও বকে দাও না!
দোলনায় চড়তে ক'জন পায় বলো!
আমার খুব ঈর্ষা হয়,জানো তো!
তোমার চোখের পাপড়ির জন্য!
কত না দায়িত্ব নিয়ে তোমার আয়তচোখজোড়া পাহারা দেয়!
তুমি একবারও অভিযোগ করো না!
রাত্রি জাগতে কি লাগে বলো!
আমার খুব ঈর্ষা হয়,জানো তো!
তোমার হাতের ঐ কলমটার জন্য!
কতক্ষণ ধরে তোমার হাতের তালুতে খেলা করে বেড়ায়!
তুমি ভয়ে ছেড়ে দাও না!
লিখতে কতটা সাহস লাগে বলো!
আমার খুব ঈর্ষা হয়,জানো তো!
তোমার হাতঘড়িটার জন্য!
কতবার সে কারণে-অকারণে তোমার মনোযোগী দৃষ্টির পরশ পায়!
তুমি একটুও ক্লান্ত হও না!
সময় আর কত আছে বলো!
আমার খুব ঈর্ষা হয়,জানো তো!
তোমার মাথার নিচে বালিশের জন্য!
কতক্ষণ সে তোমার চুলে মুখ গুঁজে থাকতে পারে!
কেউ একটুও ভ্রু কুঁচকায় না!
ঘুম ভাঙাতে কে চায় বলো!
আমার খুব ঈর্ষা হয়,জানো তো!
তোমার হাতব্যাগের জন্য!
তুমি বসে থাকলে কত না আনন্দে সে তোমার কোলে মাথা দিয়ে রাখে!
তুমি একবারও চোখ রাঙাও না!
মাথা ব্যথা কেন করবে না বলো!
আমার খুব ঈর্ষা হয়,জানো তো!
তোমার কোকের বোতলের স্ট্র এর জন্যে!
তোমার হাতের চুড়ির জন্যে!
তোমার পায়ের নুপূরের জন্যে!
তোমার ঘরের বাতিটার জন্যে!
একটা সত্যি বলবো?
এখন আমার নিজের জন্যও খুব ঈর্ষা হয় ........
November, 2013
Sher-e-Bangla Hall
![]() |
| Michael Garmash [Source: Pinterest] |

Comments
Post a Comment