মাঝে কিছু কিছু দিন আসে যখন

মাঝে কিছু কিছু দিন আসে যখন
বোতলের শেষ বিন্দু পানি
বা বইয়ের শেষ পৃষ্ঠার ছবি,
কাদাভেজা শেষ শার্টখানি
বা শেষ রাতে জেগে উঠা কবি-
সবকিছু লাগে নেশার মতন।

মাঝে কিছু কিছু দিন আসে যখন
হারিয়ে ফেলা ছোট্ট নুড়ি,
বা কাঁচের গ্লাসে বিভ্রান্ত ছবি,
না দেখা স্বপ্নের উজ্জ্বল কুঁড়ি
বা মায়ার ছায়ায় জড়ানো বিটপী-
সবাইকে লাগে নিজের চেয়েও আপন।

মাঝে কিছু কিছু দিন আসে যখন
ফেলে আসা স্রোতে নাম না জানা
পাতার মাঝে খেলা করা জল,
নয়তো বা নৌকার পালে বাসা বোনা
ছাড়পোকার সংসার টলমল-
এদেরকে মনে হয় বড় নিষ্প্রয়োজন।

মাঝে কিছু কিছু দিন আসে যখন
ভুলে থাকার নেশায় মত্ত থেকে
অথর্ব সেজে মালা লিখে যেতে হয়,
বা তপনের সাথে পাল্লা দেয়া রেখে
গড্ডালিকা উল্লাস ভালবাসতে হয়-
এ সবই নিদারুণ ধাঁধাঁর মতন।

মাঝে কিছু কিছু দিন আসে যখন
অর্কিডটার ডালে বসা টুনটুনি
বা দেয়ালে পড়া শেডের ছায়া,
শহুরে শালিকের নতুন খুনী
বা কারো চোখের সোনালি মায়া-
সবকিছুই তাদের বহুকাল শোনা কথন।

মাঝে মাঝে কিছু দিন আসে যখন
জীবন থমকে যায়, দাঁড়ায়
স্থবিরতার শুরুর প্রান্তে।
ঘুচে যায় রঙ্গিন আলোয় মোড়া
দিগন্ত যেন এক মুহূর্তে।
রূপকল্প লাগে মরীচিকার মতন।

আবার হয়তো এমনও আসে দিন যখন
নিরর্থক হলেও অনেক আর্থিক মনে হয়
সাদা কালোর মাঝে কিছু লাল ভিড় করে
চেয়ে থাকে অদৃশ্যের পানে, জাগে সংশয়
তবু থামে না ডানা ঝাপটে চলা, পালক ঝরে;
থাকে অদ্ভূত ঘ্রাণে মেশানো সরব জীবন।


September, 2018
IBA Hostel

[Source: www.romariosgcsesite.weebly.com]
Surrealism [Source: Romario's ]



Comments