অধরা শ্রাবণ

ভ্রমরো আসে ফুলেরো সুবাসে,
পালক-পাখির সুরে ভোর আসে
বলো-
কি করে ডাকলে তুমি আসবে?

মেঘের ডাকে যে বর্ষার জীবন
সূর্যমায়ায় যত তারার মরণ
বলো-
কি করে বললে তুমি থাকবে?

কপোল দেখে আলো আসে রাঙাতে
বাতাস বয় চুলের সাথে খেলতে
বলো-
কি অজুহাত দিলে তা মানবে?

জীবনের অধিকার মৃত্যুর আগে
হোক না শুরু ফের ফুলের বাগে
বলি-
কি লিখে রাখলে তুমি পড়বে?
বলো-
কি সুরে গাইলে তুমি শুনবে?

March, 2020

This piece has been mixed by a tune by Sadman Sakib in 2020. Not released yet.

Girl in the Rain [Source: AliExpress]



Comments