আহবান

Rain on hand (Source: Pinterest)

ঝিরি সমীরণ   খোলা বাতায়ন
ঝরে মেঘদলের ভার,
মাটিতে ভেজা   আকাশও ভেজা
সৌরভ মাদকতার।
পাখি যে একা   মনেতে দেখা
টোড়িরাগে বিহ্বল,
নিপুণ সে খন্দ   খুইয়ে আনন্দ
পিয়া কোথা-তু বল।
থামলে সে ধারা   নিশ্চুপ হয় সাড়া
দেখা নেই তবু তার,
গিয়েছে ফাগুন   বিরহের আগুন
সময় এলো মিলবার।
এসো এগিয়ে।। 


Comments