হঠাৎ করেই ইদানীং শুধু আমি সাদা রঙে জ্বলতে চাই
সাদার আঁধারে অন্ধ থেকে কালোর নেশা ভুলতে চাই।
রঙের মাঝে জীবন ডুবিয়ে, শুধু সাদার জন্য বাঁচতে চাই
সাদার আঁচলে জড়িয়ে আমার শেষ বিশ্বাস রাখতে চাই।
আলোর মাঝে সাদার বুকেই নতুন ছবি দেখতে চাই
সাদা সুতার আলতো প্যাঁচে স্বপ্ন রঙিন বাঁধতে চাই।
আমার খেলার শেষ ধাপে সাদার ভিতরে হারাতে চাই-
সাদা - আমার কেবল সাদাই চাই।

Comments
Post a Comment