বেদনা, তোকে কেউ পেতে চায় না,
সবাই অন্তরে প্রাচীর তুলে রাখে।
কিন্তু তুই এলে সেই প্রাচীর
কখনোই খিল এঁটে থাকতে পারে না।
বানের জলে ভেসে যায় প্রতিটি দুয়ার।
বেদনা, তোকে কেউ ভালোবাসে না,
সবাই দূর দূর করে সরিয়ে দিতে চায়।
কিন্তু তুই এলেই ভালোবাসার
মানুষগুলো কাছে আসে। সান্ত্বনা দেয়।
তাদের স্পর্শে তুই আবার চলে যাস।
বেদনা, তোকে কেউ রাখতে চায় না,
সবাই মন থেকে ফেলে দিতে চায়।
কিন্তু তুই এলে সুখের দিনের স্মৃতি
আরো ভালো করে মনে পড়ে।
তোর জন্যই সুখের এতো দাম কড়া।
বেদনা, তোকে কেউ কেউ ফেলতে চায় না,
তাদের বিলাস করতে ইচ্ছা হয়।
তোকে জরিয়ে, চড়িয়ে বিচিত্রভঙ্গিতে
মাতোয়ারা হয়ে থাকতে পছন্দ করে।
তোর জন্য এরা ঘরছাড়া গান বাঁধে।
বেদনা, তোকে কিন্তু অনেকে ভালোবাসে,
তুই না থাকলে জীবন আর জীবন থাকে না।
তুই থাকলেই মনের কালো কোনা থেকে
সুখের কথা নিংড়ে বের করে নিয়ে
জাবর কাটতে বসা যায়। প্রাচীর ফেড়ে
দুঃখের অশ্রু ঝরে ভিজিয়ে দেয় মনের জমিন।
তুই আছিস বলেই বেঁচে থাকা আনন্দের,
তুই আছিস বলেই বেঁচে থাকা সুখের,
তুই আছিস বলেই বেঁচে থাকা দুঃখের,
তুই আছিস বলেই বেঁচে থাকা পরম পাওয়ার।
সুখের আড়ালে তোর অস্তিত্বই
একমাত্র ধ্রুব সত্য।
সত্যেরে ভালোবাসি।
August 23, 2020
Mymensingh
![]() |
| At Eternity's Gate, 1890 by Vincent Van Gogh [Source: Vincent Van Gogh Organization] |

Comments
Post a Comment