এখনো

আছি তো তবু বেঁচে 
জরাজীর্ণ কালো দেয়ালটায় 
পিঠ ঠেকিয়ে। 
হতাশায় ভেজা কথামালা 
বিষণ্ণতায় শুকিয়ে আজো 
গল্প লেখি, কান্নার। 

অনুভূতির কিছু তিক্ত দাগ 
আর ধোঁয়ায় মিশে থাকা 
প্রগাঢ় সুখের স্মৃতি। 
জোনাকি জ্বলা অলস সন্ধ্যায় 
কিংবা ঝিঁঝিঁ ডাকা রাতে 
আজো ফুটে কাশফুল। 

বিষণ্ন কোন আড্ডায় অথবা 
ধোঁয়ায় ধূসরিত আসরে 
রঙ্গিন তারা উঠে। 
তারপরও সেইসব স্মৃতি 
আর তাদের মিষ্ট পীড়া,
সেই সাথে সূক্ষ্ম ভাল লাগা। 

অতঃপর পড়ে থাকে 
কেবল অলস এ আমি, 
আমার বেসুরো গান।
আর সাদাকালো স্বপ্ন।
কিছু পুরনো পদচারণা,
আর চিরদিনের সাথী-ধূপ। 
ধূপের মাঝেই নতুন করে গড়ে উঠে-
নতুন গল্প।
নতুন কাহিনী।
নতুন স্মৃতি। 
কিন্তু আমি এখনো 
পুরনো সেই আমি।

July, 2013



Old man smoking a pipe by Salma [Source: Pixels]



Comments