মাটি (The Mother)

জল্পনা যখন মুখ লুকাবে,
আলপনা আর বুঝাবে না শৈল্পিক মনের উদ্বোধন,
ভাষা আর মাধুর্য রাখবে না আঁচলে,
ছবিগুলো আর বইবে না আবহমান কালের সমন-
ওগো মাতৃকা,মোরে ভুলে যেও না।


আমি ছিলাম তব বুকের ‘পরে,
ছিলাম তব স্নেহের চাদরে,
বেঁচে ছিলাম নিয়ে তোমারি আঘ্রান।


তোমার উজারিত ধন দিয়া হয়েছে মোর উদরপূর্তি,
তোমার গা খুবলে গড়েছি মূর্তি,
তোমার ‘পরে গো আমি মুখ লুকায়েছি।


অবুঝ মনের এ নির্লোভ আকুতি গো;
তুমি মোরে ফিরায়ে দিও না।
তোমার গহীনে মোরে ঠাঁই দাও,
ঘুমাবো আমি মায়ের ক্রোড়ে ।।

September, 2012


Soil Art by Jan Lang [Source: Soil Horizons]



Comments