অজানা আঁধার

দূরে সরে যায় ঐ কালো দিগন্ত-
সবুজ মাঠে ও কিসের কানাকানি।
বহু দূর থেকে আসছে এক চিলতে আলো
অস্পৃশ্য আঁধার তবু নিশ্চুপ।
থমথমে হিমেল হাওয়া প্রাচীন বার্তা নিয়ে চলেছে-
অজানা হতাশার দেশে।


অস্পষ্ট দৃষ্টিসীমা আরো বাড়িয়ে নিলেও
যেন হাহাকার এসে লাগে,
তবু নিশ্চুপ নির্জনে বসে দেখে যাই
তিমিরসিক্ত এ তেপান্তর।


ঘন আকাশ এখনো অজস্র ফুল ফুটায়নি তার সূর্যমুখী নিয়ে,
তবু তমাবৃত আলোর ক্ষীণ ছায়া এসে লাগে শিমুল শাখায়।


আঁধার, হে নির্মম আঁধার,
বড় নিবিড় নিঃস্বার্থ তুমি ।।

October, 2012

The Bodhi Tree [Source: Brighton Holistics]


Comments