দূরে সরে যায় ঐ কালো দিগন্ত-
সবুজ মাঠে ও কিসের কানাকানি।
বহু দূর থেকে আসছে এক চিলতে আলো
অস্পৃশ্য আঁধার তবু নিশ্চুপ।
থমথমে হিমেল হাওয়া প্রাচীন বার্তা নিয়ে চলেছে-
অজানা হতাশার দেশে।
অস্পষ্ট দৃষ্টিসীমা আরো বাড়িয়ে নিলেও
যেন হাহাকার এসে লাগে,
তবু নিশ্চুপ নির্জনে বসে দেখে যাই
তিমিরসিক্ত এ তেপান্তর।
ঘন আকাশ এখনো অজস্র ফুল ফুটায়নি তার সূর্যমুখী নিয়ে,
তবু তমাবৃত আলোর ক্ষীণ ছায়া এসে লাগে শিমুল শাখায়।
আঁধার, হে নির্মম আঁধার,
বড় নিবিড় নিঃস্বার্থ তুমি ।।
সবুজ মাঠে ও কিসের কানাকানি।
বহু দূর থেকে আসছে এক চিলতে আলো
অস্পৃশ্য আঁধার তবু নিশ্চুপ।
থমথমে হিমেল হাওয়া প্রাচীন বার্তা নিয়ে চলেছে-
অজানা হতাশার দেশে।
অস্পষ্ট দৃষ্টিসীমা আরো বাড়িয়ে নিলেও
যেন হাহাকার এসে লাগে,
তবু নিশ্চুপ নির্জনে বসে দেখে যাই
তিমিরসিক্ত এ তেপান্তর।
ঘন আকাশ এখনো অজস্র ফুল ফুটায়নি তার সূর্যমুখী নিয়ে,
তবু তমাবৃত আলোর ক্ষীণ ছায়া এসে লাগে শিমুল শাখায়।
আঁধার, হে নির্মম আঁধার,
বড় নিবিড় নিঃস্বার্থ তুমি ।।

Comments
Post a Comment