চাঁদটা বড় দ্রুত সরে গেছে
ভারী জোছনা গলে পড়ার আগেই
দেখেছে তারা স্বপ্নের মৃত্যু;
তিলে তিলে বেড়ে উঠা সভ্যতা
লয়মুখে থাকে দাঁড়িয়ে ।
ভারী জোছনা গলে পড়ার আগেই
দেখেছে তারা স্বপ্নের মৃত্যু;
তিলে তিলে বেড়ে উঠা সভ্যতা
লয়মুখে থাকে দাঁড়িয়ে ।
রাঙা আলোয় প্রজ্বলিত রাজপথে
তারুণ্যের হুঙ্কার কোথায়?
ম্লান হয়ে আসা দৃষ্টিসীমায়
এখনো খুঁজে ফিরি আশার দিশা।
নদীর মাঝি নাওয়ে থাকে না,
লেনাদেনার ঘাটে খুঁজে ফেরে
জীবন-স্ফূর্তির তৃষা।
তুফান-বায়ু কাঁপিয়ে তোলা
যৌবনের শ্লোগান কোথায়?
রাতজাগা পেঁচাদের গানে
এখনো বিষাদ ধ্বনি বাজে!
গেয়ে চলা সাধকের গলায়
পরম সিদ্ধির সকরুণ সুর
আর কেউ শোনে না যে।
ভজনালয়ের উঠোনে আজ
নবীনের পদচিহ্ন কোথায়?
অনুসরণে-আলোচনায় নেই
কিশলয়দের মৃদু গুঞ্জন।
রসের বাজারে হাতড়ে ফিরে
সামান্য সুখের তরে - তারা
থাকে না বেশি ক্ষন।
আজ যুদ্ধে যাবার মিছিলে
আগামীর হাতছানি কোথায়?
তবু আজো জোছনা দেখে যাই,
গা ভিজিয়ে ফিরি ঘরে-
রাতে বৃষ্টি নামার প্রার্থনা করি।
দেখবো না জেনেও বসে থাকি
সেই দিনের প্রতীক্ষায়-
যেদিন কান্নার মাঝেও হেসে উঠবো
আর বলবো "বৃথা তো জন্মি নি" ।।
রসের বাজারে হাতড়ে ফিরে
সামান্য সুখের তরে - তারা
থাকে না বেশি ক্ষন।
আজ যুদ্ধে যাবার মিছিলে
আগামীর হাতছানি কোথায়?
তবু আজো জোছনা দেখে যাই,
গা ভিজিয়ে ফিরি ঘরে-
রাতে বৃষ্টি নামার প্রার্থনা করি।
দেখবো না জেনেও বসে থাকি
সেই দিনের প্রতীক্ষায়-
যেদিন কান্নার মাঝেও হেসে উঠবো
আর বলবো "বৃথা তো জন্মি নি" ।।
April, 2013
![]() |
| Graffiti on Love & Hope [Source: Needpix] |

Comments
Post a Comment