নিঃসঙ্গ ডাক ডেকে চলে
মগডালে বসা এক ঘুঘু,
আমিও জেগে থাকি, শুনি
সেই সঙ্গীহীনা সুর।
মধ্যরাতে আনমন করা
বিষন্ন তোমার গান,
প্রিয়েহীনা আমার মনে
বাজায় বীণার তান।
আমি জেগে থাকি, শুনি
সেই সঙ্গীহীনা সুর।
বারবার, অবিশ্রান্ত ডেকে চলে
ছোট্ট বাদামী পাখিটা,
মগডালে বসা এক ঘুঘু,
আমিও জেগে থাকি, শুনি
সেই সঙ্গীহীনা সুর।
মধ্যরাতে আনমন করা
বিষন্ন তোমার গান,
প্রিয়েহীনা আমার মনে
বাজায় বীণার তান।
আমি জেগে থাকি, শুনি
সেই সঙ্গীহীনা সুর।
বারবার, অবিশ্রান্ত ডেকে চলে
ছোট্ট বাদামী পাখিটা,
বেদনার আবেগে জর্জরিত
যেন স্বর তার প্রতিটা।
আমি জেগে থাকি, শুনি
সেই সঙ্গীহীনা সুর।
রাতজাগা সঙ্গী পেয়ে
আমি খুশি হলাম
পাখি, তুমি হলে কি না-
জানি না-
আমি জেগে থাকি, শুনি
সেই সঙ্গীহীনা সুর।
রাতজাগা সঙ্গী পেয়ে
আমি খুশি হলাম
পাখি, তুমি হলে কি না-
জানি না-
জানতেও আমি চাই না।
এমন নিঃসঙ্গতার সুর
যেন তুমি হারিয়ে না ফেলো,
আমিও যেন একা রাতে
তোমার সাড়া পাই।
এমন নিঃসঙ্গতার সুর
যেন তুমি হারিয়ে না ফেলো,
আমিও যেন একা রাতে
তোমার সাড়া পাই।
তুমি গাইছ বিষন্ন গান;
থাকো পাখি - একা, সাথীহারা
আমিও হয়ে থাকি তোমার
পরিচয়হীন সাথী।।
থাকো পাখি - একা, সাথীহারা
আমিও হয়ে থাকি তোমার
পরিচয়হীন সাথী।।
September, 2012
![]() |
| A Sumi-e (Ink Washing) Bird [Source: Fine Art America] |

Comments
Post a Comment