ভেজা আকাশের নিচে এই পথচলা
রুদ্র বিহীন এই পথে
নেই তবু হেঁটে চলার শেষ।
উদাস হাতে আজো পুত্র শলি ঝুলে
নেই শুধু তোমার খোঁজ।
ব্যস্ত নগরীতে আজো প্রানের স্পন্দন;
দেখা পাই যেনো অদ্ভুত হতাশার
তবু হেঁটে চলি,
হেঁটে চলি তবু এই চিরচেনা পথে,
কিছু অস্পৃশ্য স্মৃতি হাতড়ে-
যেথায় তুমি ছিলে, খুব কাছে।
রুদ্র বিহীন এই পথে
নেই তবু হেঁটে চলার শেষ।
উদাস হাতে আজো পুত্র শলি ঝুলে
নেই শুধু তোমার খোঁজ।
ব্যস্ত নগরীতে আজো প্রানের স্পন্দন;
দেখা পাই যেনো অদ্ভুত হতাশার
তবু হেঁটে চলি,
হেঁটে চলি তবু এই চিরচেনা পথে,
কিছু অস্পৃশ্য স্মৃতি হাতড়ে-
যেথায় তুমি ছিলে, খুব কাছে।
আজো আমি সেই পথে আছি,
আছি আমি তোমার শেষ কথা নিয়ে।
October, 2012

Comments
Post a Comment