স্মৃতির পদব্রজ

ভেজা আকাশের নিচে এই পথচলা
রুদ্র বিহীন এই পথে
নেই তবু হেঁটে চলার শেষ।
উদাস হাতে আজো পুত্র শলি ঝুলে
নেই শুধু তোমার খোঁজ।

ব্যস্ত নগরীতে আজো প্রানের স্পন্দন;
দেখা পাই যেনো অদ্ভুত হতাশার
তবু হেঁটে চলি,
হেঁটে চলি তবু এই চিরচেনা পথে,
কিছু অস্পৃশ্য স্মৃতি হাতড়ে-
যেথায় তুমি ছিলে, খুব কাছে।

আজো আমি সেই পথে আছি,
আছি আমি তোমার শেষ কথা নিয়ে।

October, 2012


Man in mist [Source: Chuck Auerbach Lyricist]



Comments