ভুলতে বা পারিও যদি,
ভুলবো আমি কেনো?
পাথর হয়ে পাথারের দাগ,
মুছতে যাবো যেনো!
একটি ফুলের স্বপ্ন দেখে,
হাজারটি রাত কেনো?
হাজার তারার আশায় থাকে
একটি আকাশ, জেনো!
পাহাড়-চূড়ায় সাদা পানি
সাগরকে যায় কেনো?
রবির ছোঁয়া পেয়েই সে জল
পাহাড় ধোয়ায়, মেনো।
বেলাশেষে তোমার চোখে
কান্নাধারা কেনো?
আকাশপানে চাইলে তুমি
স্মৃতির চাদর টেনো।
তোমার আমার বিদায় বেলায়
বিরহের সুর কেনো?
লক্ষ আলোর ফোঁটার মাঝে
একটি তারাই চেনো!
তুমি নাহয়-
একটি তারাই চেনো!
![]() |
| Loner and a Grave at Night [Source: 123RF] |

Comments
Post a Comment