এসো গো পিয়া

চোখ তোমার পথে তাকিয়ে, পিয়া

শুকিয়ে কাঠ হয়ে গেলো,

তোমার আসার সময় কেনো

আজো দূরেই রয়ে গেলো?

একবার তো এসো, পিয়া, 

আমার উঠানে!


দূর বছরের ওয়াদা তোমার, পিয়া

আসবে তুমি ফিরে কাছে,

মনের দেয়া-নেয়ার হিসাব 

চাইনি কভু তোমার কাছে।

একবার তো এসো, পিয়া,

আমার উঠানে!


আমার ঘরের রাস্তা তোমার, পিয়া

পায়ের চিহ্ন পেতে ব্যাকুল,

একবার শুধু এসে দেখা দাও

ভুলে গিয়ে আমার শত ভুল।

একবার তো এসো, পিয়া,

আমার উঠানে!  


জীবন মরণ ধন্য হবে, পিয়া 

একবার তোমার ছোঁয়া পেলে,

এতো নিঠুর কেনো, পিয়া তুমি

ছেড়ে দূরে চলে গেলে।

একবার তো এসো, পিয়া,

আমার উঠানে! 


02 October, 2020

Mymensingh.


Influenced by Naina Moray by Bade Ghulam Ali Khan and Lalan.


A Sufi Dancer of Turkish Origin [Source: Mesosyn]


Comments