মাঝিরে ডাকি

আমি বইসা ঘাটের পারে

তুমি রইলা কই?

ডাকি মাঝি, পারে আহো

কথা খুইলা কই।


আমি বইসা ঘাটের পারে

তুমি রইলা কই?

মাঝি-

আমি বইসা ঘাটের পারে

তুমি রইলা কই?


ঘরের গঞ্জে বইসা ছিলাম-

সুখেরো দুনিয়া

দিন যাইতো নানান রঙের

সপনো বুনিয়া।


কেন দেখলাম নদীটারে

কেন আইলাম পার,

এহন আমার গঞ্জের ঘাটে

ফিরা যাওয়া ভার।


আমি বইসা ঘাটের পারে

তুমি রইলা কই?

মাঝি-

আমি বইসা ঘাটের পারে

তুমি রইলা কই?


পানির মতো যায় যে সময়,

আটকাইতে না পারি,

তুমি মাঝি যাওগা কোনে

আমারি ঘাট ছাড়ি?


তুমি আইলে, উইঠা বসুম

আমায় লইয়া যাইও,

পাড়ে থুইয়া দেহ আমার

উজান দেশের নাওও।


আমি বইসা ঘাটের পারে

তুমি রইলা কই?

মাঝি-

আমি বইসা ঘাটের পারে

তুমি রইলা কই?


September, 2020

Mymensingh


Waiting for the tune to come


Waiting for the Boat [Source: Paddy Mcdougall]



Comments