তোমার সাথে দেখা হয়ে
গল্পটা শুরু হলো
তোমার নামের গান গেয়ে
আকাশ আমার জুরলো।
তোমার হাতের পরশ পেয়ে
জীবন পেলো আশা
তোমার শব্দ ছুঁলো এ প্রাণ,
ঠোঁট পেলো ভাষা।
তোমার সাথে দেখা হয়ে
গল্পটা শুরু হলো
তোমার দেখা পাবো বলে
অপেক্ষা আমার রাত
তোমার চোখে আলো দেখে
মৃত্যু হলো অপঘাত।
তোমার সাথে দেখা হয়ে
গল্পটা শুরু হলো
তোমার আদর পেয়েছি বলে
অস্তিত্ব করে চিৎকার
তোমার হাতে মরবো দেখে
ধন্য জগৎ-সংসার।
তোমার সাথে দেখা হয়ে
গল্পটা শুরু হলো।
তোমাতেই শেষ হবে বলে
গল্পটা লেখা হলো।।
গল্পটা লেখা হলো।।
BPATC, 11 June, 2021
![]() |
| The story of Life [Source] |

Comments
Post a Comment