সুবর্ণ গগন ফেঁড়ে আজি
ধীরে বহে ধারা সুধাসমান-
পাথর-ইটে বাধা মাটি
জলের সংগীত অন্তর্ধান।
লুকায়েছে পাখি, লুকিয়েছে মনু
লুকায় বনের মোষ-শেয়াল,
ঘরে বসে দেখি, কি দারুণ একি
মেঘমল্লার জোর খেয়াল!
মিয়া বলেন, মৌলা আলির
বখশে করি হাজার সালাম,
সদারঙ্গের আলমপিয়া গায়
মেঘঠুমরির গীত-এ-আম।
প্রথম চার স্তবকঃ সংস্কৃত বাহুলতায় দোষী
দ্বিতীয় চার স্তবকঃ ব্যর্থ খাঁটিবাংলার প্রয়োগ
শেষ চার স্তবকঃ ফারসির অপপ্রয়োগের ধৃষ্টতা।
তবু বৃষ্টি তো!
আকাশের গায়ে যেমন বাঁধ নেই,
তেমন শব্দের মুখে নেই বিশুদ্ধতার ছাঁকনি।
হোক না ভুল, হোক অপব্যবহার
বাংলার বর্ষণ প্রকৃতি কম সাধনায় আঁকেনি।
October 2019
IBA Hostel
Comments
Post a Comment