আমার মাঝে সাগর ধরে
আমার চোখে আকাশ উড়ে,
বক-বলাকার দল যত-
আমার মনের মাঝেই চরে।
আমি যদি আমি না হতাম
দুনিয়া লুকাতো অন্ধকারে।
আমার কানেই পাখি গায়
আমার তরেই বাতাস ধায়,
সূর্য-চাঁদের লুকোচুরিতে
আমায় দেখতেই দিন-রাত যায়- কারণ
আমি যদি আমি না হতাম
পৃথিবী হারাতো শূন্যতায়।
আমাকে ভোলাতে ফুলেরা ফোটে
আমাকে ছুঁতেই নদীরা ছুটে,
বৃষ্টি-বাদলের ঘনঘটায়-
আমাকে ঢাকতে গাছেরা উঠে- কারণ
আমি যদি আমি না হতাম
বিশ্ব জাগতো না দৃশ্যপটে।
আমাকে বলতে সুরেরা চলে
আমাকে শোনাতে মেঘেরা বলে
রকমফেরের যাঁতাকলে-
আমার সুরেই জাহান দোলে- কারণ
আমি যদি আমি না হতাম
ধরাতলে যদি আমি না এতাম
অস্তিত্বহীনতায় মিলিয়ে যেতাম
হতো না এ বিশ্ব দেখা
জীবন যেতো রসাতলে।।
| Nature [Source] |
BPATC
October 2021
Comments
Post a Comment