আরেকবার তুমি ভালোবাসা দাও
মনের খাঁচা ভেঙে চুরে,
সাইক্লোন-তুফানের চোখে চরে,
হৃদয়-আঙিনায় গোলাপ ফুটিয়ে দাও-
আরেকবার তুমি ভালোবাসা দাও।
দিনে-রাতে বৃষ্টিতে ভিজে,
চন্দ্রিমা মাখা রাতে নেচে,
শরীরকুহরে আগুন জ্বালিয়ে দাও-
আরেকবার তুমি ভালোবাসা দাও।
কাজের শেষে ক্লান্ত চোখে
অবসাদ যখন মনকে রুখে,
স্নেহের নোনাজল চোখে ঢেলে দাও-
আরেকবার তুমি ভালোবাসা দাও।
আকাশে নিষেধের চিহ্ন এঁকে,
দেহ-দুয়ারের ঘন্টাকে নেড়ে,
শিরায় শিরায় রক্তবন্যা বইয়ে দাও-
আরেকবার তুমি ভালোবাসা দাও।
বাসন্তী পাতায় নাড়া জাগিয়ে,
শিশিরের ঘাসে পা ঘষে ঘষে,
হাসির একটি মুহূর্ত বানিয়ে দাও-
আরেকবার তুমি ভালোবাসা দাও।
পাহাড়ি নদীর কলকল তান-
সুমন্দ্র-মন্থর; হাতে করে নিয়ে
কর্ণ সংসার আলো করে দাও-
আরেকবার তুমি ভালোবাসা দাও।
যখন মন খারাপ হবে অকারণ,
বাদলা মেঘের মতো ছাইবে হতাশা
এক প্রস্থ মায়ার হাত বুলিয়ে দাও-
আরেকবার তুমি ভালোবাসা দাও।
অনামন্ত্রিত অতিথি যখন
আমন্ত্রণপত্র নিয়ে দাঁড়াবে
জীবনঠোঁট দিয়ে আলতো চুমু দিয়ে যাও-
এই ছোট্ট জীবন ধন্য করে দাও-
আরেকবার তুমি ভালোবাসা দাও।।
| Cupid [Source] |
BPATC
October 2021
Comments
Post a Comment