বিকেলের আলো এসে পড়ে
বারান্দার ধার ছুঁয়ে
ঘরে ছুটে বেড়ায়,
নাচানাচির শেষে খুঁজে পায় আমায়-
দেখতে পায় ঘুমহীন চোখ
পরিপাটি চুল আর
ক্লান্ত দেহ, মন।
বুঝে নেয় ক্ষণিকে
পুরনো এক ধ্বনিকে;
অব্যক্ত কথা শুধু, পড়ে আছে কোনায়
অপরূপ, শীতল সে ললনাকে ভালোবেসে।।
| Illustration by Jozef Israel [Source] |
BPATC
September 2021
Comments
Post a Comment