মহাকালের মহারাজপথে চলতে
খুঁজেছি ধ্রুবতারা তোমায়,
কাশবাগানের ফাঁকে ফাঁকে চাঁদ
যেন তোমায় পেতে চায়।
সবুজের বনে চলে কানাকানি
নিয়ে তোমার শেষ খবর,
টগরপাতায় নামে নিঃস্ব ঘুম
রাজহাঁসের পালে উঠে ঝড়।
যুগ-যুগান্তর ধরে বয়ে চলে
কাল-কালান্তরের অনুভূতি,
তীব্র নেশায় মত্ত হয়ে কেউ পায়
দিয়ে তোমায় আত্মাহুতি।
তোমাকে পেতেই জন্মায় সব
বিশ্বলোকে একের পর এক,
তুমি না থাকলে মিথ্যা হতো
জগতের আয়োজন অনেক।
চাইলেই পায় না সবে, পেলেও
হয়তো তাঁরা চায় না,
তুমি না থাকলে পেতো না কেউ
জীবনজমির বায়না।
| Life-meadow [Source] |
BPATC
October 2021
Comments
Post a Comment