বৃষ্টিকথন

বৃষ্টি, তুমি কি আজ আসবে?

মেঘের কালো চাদর গায়ে জড়িয়ে

হু হু বাতাসের শকটে চড়ে;

আমি বিষণ্ণ গান শুনতে বসবো

মৃদু সুরের সাথে বর্ষাগান মিশে যাবে,

বেঁচে রবে বেদনা।


বৃষ্টি, তুমি কি আজ আসবে?

দিনের মাঝে রাতের আঁধারে

বিচ্ছিন্ন চড়ুইয়ের ডানায় চড়ে

আমি বারান্দায় চা নিয়ে বসবো

অর্কিডলতা রেলিং এ নুইয়ে পড়বে

জেগে থাকে সৌন্দর্য।


বৃষ্টি, তুমি কি আজ আসবে?

গগনশিরীষের চূড়াপাতা ভিজিয়ে

বজ্ররেখায় বারবার নিজেকে জ্বালিয়ে;

আমি আনমনে তোমাকে ভাববো

চিন্তাধারা তোমাতে ডুবে যাবে,

আশায় রবে ভালোবাসা।


বৃষ্টি, তুমি কি আজ আসবে?

গুরুগুরু ডাকে চারদিক জানিয়ে

শান্তপুকুরে পানির নাচন জাগিয়ে;

আমি নদীতীরে চলে যাবো

মন্থর স্রোতে তুমি গতি এনে দেবে,

চলে যাবে জীবন।


বৃষ্টি, তুমি যদি এসে যাও

আমায় তুলে ভিজিয়ে দাও

জন্ম-জন্ম তোমার অপেক্ষায় রবো

সমগ্র পাওনা, দেনার খাতায় রাখবো

আমাকে ঠাঁই দিও তোমার কোলে

শেষবেলায় মরণের কালে।


Rain [Source]


Comments