এসেছে ঝিমধরানো দুপুরে-
একা কাকটির ঠোঁটে করে
বারান্দায় এসে বসে নিরাশা
আমি অপেক্ষায় থাকি রাতের
যে আসে ধীরে,
মৃদু মন্থরে
সুবাসিত কামিনীর পাপড়ি ছুঁয়ে
বাঁশপাতায় লাগিয়ে সচকিত হাওয়া-
আমি থাকি তার অপেক্ষায়।
দুপুরের পর আভাসের মতো আসে বিকেল
কাঁচা রঙে জ্বলে বারান্দার সন্ধ্যাতারা,
কিছুক্ষণ থেমে থাকি, ভাবি,
এসে গেছে গোধূলি-
আকাশের কোনে নববধূর সীতাহার
আর সুললিত টিয়ার ঝাঁক।
আলসে লয়ে তখন আসে সে
কোন এক প্রেমিকের আলিঙ্গন হয়ে
জরি লাগানো চাদর গায়ে-
যেন এক থোকা কালো গোলাপ
আমার শুরু হয় যাপন তখন।
বিগতদিনের সুখদুঃখের কাটি জাবর
হাতে নিয়ে লোহিতসুখ এবং
চিলতে চিলতে গরম চুম্বন।
| Flower bird [Source] |
October 2021
Comments
Post a Comment