এসেছে জীবন, জীবন এসেছে
মহাকাল-মহাপথ ধরে হেঁটে,
আকাশ-আহবান শুনে শুনে,
নিয়ে দু-খানি জমির অধিকার।
নক্ষত্র ঝরে ছায়াভরা রাতে
মেঘ হয় চাঁদের মেখলা-
জীবন আসে তাদের জন্য
নিয়ে দু-খানি জমির অধিকার।
নিয়ে দু-টুকরো জমির অধিকার।
বাতাসে ভাসে পাখির গান,
নৈঃশব্দ জমে শালের বনে,
থাকে শুধু আশা বাঁচবার-
সেজন্যেই তারা সব আসে
নিয়ে দু-টুকরো জমির অধিকার।
একখানা জমিতে থাকে সংসার,
নিত্য-সংকটের এক অসহ্য সুখ,
ঘিরে থাকে সেই জমি-
বেঁচে থাকার আকুল তৃষা আসে-
নিয়ে সেই দু-টুকরো জমির অধিকার।
আরেকখানিতে রাখে দেহ,
নিথর-শীতল অস্তিত্ব যেনো
শেষবারের মতো সংসার চায়,
পেতে চায় সুযোগ আরেকবার,
আরেক বারো তবু আসে না
কারণ-
জীবন আসে নিয়ে
দু-টুকরো জমির অধিকার।।
| Parched Earth [Source] |
BPATC
October 2021
Comments
Post a Comment