গোলাপী

 গোলাপ আমার প্রিয় ফুল নয়,

না গোলাপী আমার প্রিয় রঙ।

কেমন এক কৃত্রিম বর্ণ।


শুধু আছে একটু মাধুরতা

একটুখানি স্বচ্ছতা,

আর

বুকভরা শীতলতা।


গোলাপ কেনো ভালো লাগবে আজ?

কেনো মনে হবে এটাই ভালোবাসার রঙ?

কেনো ছুঁতে চাইবে এমন ঐ ঠোঁট?

তোর সুবল হাতে মাথা পেতে

ঘুম কেনো মাতালসুরে ডাকবে?

এ কি রঙ? না মানবী?

যদি মানবী, তুমি হও

ছেড়ে দেবো মসনদ, তখত

তুমি গোলাপ হয়েই থেকো।


ঐ কপোলে গোলাপ ছুঁয়ে দেখবো

কোন গোলাপের মায়া বেশি।

আমি ব্যর্থ হলেও আক্ষেপ থাকবে না

থাকবে এক পশলা সুখ,

আর থাকবে তোমাকে না বলা কথা

হয়ে আমার গোলাপিতম সত্ত্বা।

তোমার আঁচলে গেঁথেছে মন আমার

গোলাপ তুমি-

কাঁটা নিয়ে বিঁধে গেলেও পাবো সুখ,

জন্ম-জন্মান্তরের সুখ,

সে আমার গোলাপী ভালোবাসা।।



Rose [Source]


BPATC

October 2021

Comments