চাঁদে তুমি বাঁধ দিবে কী
উজল এপার ওপার,
মায়ার জালে জড়িয়ে লেখা
গল্প তোমার আমার।
বুনো সুবাস কেড়েছে ভয়
পূর্ণিমা আজ হাতে,
ডাকি যদি স্রষ্টা তোমায়
আসবে কি মোর সাথে?
হালদার পাড়ে ভিড়িয়ে তরী
ভেবেছি এক ক্ষণে,
তুমি যদি চাও, বিলিয়ে দেবো
হাজার মানিক গুনে।
এসে একবার ছুঁয়ে দাও তুমি
শুনে আমার আরতি ,
তোমার কাছেই বিলাবো প্রাণ
তোমাতেই হারাবো গতি।।
| Halda [Source] |
Halda River
November 2021
Comments
Post a Comment