সবাই বলে, 'হয়ে যাবে'
তবু তো কখনো হয় না
ফাঁকা সান্তনা
শুধু প্রবঞ্চনা
সহজে সবার সয় না।
'হয় হয়' বলে চলে কেউ
কিভাবে হয় তা বলে না
মিথ্যা ঘটনা
করে যে রটনা
সহজে সবার সয় না।
'হয়েছে' হলেই বলে তারা
না হলে কখনো বলে না
উদোম কামনা
আটক বাসনা
সহজে সবার সয় না।
কোনো সময় 'হয়েছিল' বলে
আবার একই হবে তা না
মোহ প্রেম না
কাম ভালোবাসা না
তাই তো এসব-
সহজে সবার সয় না।।
| To be or not be - Hamlet [Source] |
BPATC
December 2021
Comments
Post a Comment