জীবনতারা

আহত হয়েছে জীবন-
তারাদের রাতে বা নদীর দিনে 
কখনো ঘাসের মাঠে
ডুকরে কেঁদেছে জীবন- 
শিমুলের তলে আর পাখির পালকে।


ছেয়ে থাকে জীবন এখানে 
প্রতি মুহূর্তে, প্রতি সময়ে
পদে পদে বাজে তার গান-
অষ্টসুর থাকে ঘুমিয়ে।
কারণ-
আহত হয়েছে জীবন-
তারাদের রাতে বা নদীদের দিনে।


জীবন এখন স্থির নিশ্চল
কাকের রুক্ষ চোখের মতো 
নিরীহ পলাশ সেই কথা জানে। 
মৃদুলয়ে নাচে কদমের শাখ 
প্রিয়তমা বাতাসে সে থাক।
কারণ- 
নিহত হয়েছে জীবন-
তারাদের রাতে বা নদীদের দিনে।


জীবন সবসময়ই ধোঁয়া 
নিটোল আকাশ বলে, 
সেখানে যাওয়া মানা।
প্রাণ গুলো খুন হয় নিহত। 
কেউ বেঁচে যায়- 
দেখে স্বপ্ন - আশা - 
শুধু থাকে কাল, 
জীবনের করাল
পাওয়া-না পাওয়ার খেলা।


Surreal Life by Cyril Rolando [Source]



BPATC

October 2021

Comments