কব্দুল সেন

কব্দুল সেন,

টাকা দিয়ে টাক ঘষে

শিফন দিয়ে ফ্যান-

সে কব্দুল সেন।


ঘন ঘন বদলায় বাসা

আর করে ঘ্যান ঘ্যান

সে কব্দুল সেন।


ঘুষ খেয়ে ফুলে ভুড়ি তিনি

চুরি ভালো বুঝেন

সে কব্দুল সেন।


রাত ভরে পার্টি চলে

শরাবটা অল্প নেন

সে কব্দুল সেন।


সন্তান কপচে পাকা ইংরেজি

বিলাতের জন্য যুঝেন

সে কব্দুল সেন।


ঘরণী করে সাপ্তাহিক কিটি

সাগরে টাকা ফেলেন

সে কব্দুল সেন।


টেনিস-গলফ আসল খেলা

একটা কথাই বলেন

সে কব্দুল সেন।


ঘরভর্তি শ্যানেল-গুচ্চি

অফিসে বিগ বেন

সে কব্দুল সেন।


দুইমাসে তিনবার তিনি

বিদেশে ভ্রমণ করেন

সে কব্দুল সেন।


মুসাবিদায় দক্ষ তিনি,

চাটতে ভালো পারেন

সে কব্দুল সেন।


কথার আগে-পরে-মাঝে

'স্যার' তুষ্টি নিয়ে শুনেন

সে কব্দুল সেন।


'শ্লাঘা' মানে না জানলেও

শ্যভিনিজম জানেন

সে কব্দুল সেন।


বস-গুরু যে পথে গেছেন

মাথা গুঁজে তাতেই হাঁটেন

সে কব্দুল সেন।


দিনে চলে স্তুতুর ঝর্না

রাতে খিস্তিতে চলেন

সে কব্দুল সেন।


অন্যকে বসিয়ে রেখে 

নিজে অপেক্ষা না করেন

সে কব্দুল সেন।


ঘরে বসে সেবা চান

অন্যে চাইলে বকেন

সে কব্দুল সেন।


ক্ষমতাহীনকে ঘুরান-ফিরান

ঊর্ধ্বতনের কথায় নাচেন

সে কব্দুল সেন।


লেজ দেখাতে সদা উগ্রীব

গরুরটা দেখলে কষেন

সে কব্দুল সেন

সে-ই কব্দুল সেন।।



কব্দুল সেন [উৎস]



BPATC

October 2021


Comments