মনে পড়ে বৃষ্টি ঝরে
তোমার আমার গাওয়া গান,
চাঁদ হারালে রাতের কোলে
চোখ রাঙ্গানো অভিমান।
শিউলি শাখে কোকিল ডাকে
চলে দেহযোগের যোগ,
প্রজাপতি লজ্জায় অতি
সেই আনন্দ উপভোগ।
হরিণ চোখে কাজল এঁকে
ডেকেছো তখন আমায়।
চার দুয়ারী মন ফেরারী
তবু যে মিলায় তোমায়।
সময় চলে যুগ যুগ চলে
জন্মে জন্মে হয় মিলন,
লতায় পাতায় খেরোখাতায়
তোমার আমার এ জীবন।।
| Geese Duo by Kim Smith [Source] |
BPATC
December 2021
Comments
Post a Comment