আগল খুলে শান্তি হয়ে এলে
বাতাসে লেগেছে আঁচড়
খুনি করেছো মুখকে তোমার
বিচারক রাখোনি কোনো।
যখন পেয়েছো মনের তালা
লুকিয়ে তো কভু রাখো নি
মনটা খুলে নিয়ে গেছো কাছে
ফেরত দেয়ার রা করো নি।
আমার অপরাধ - রেখেছি বাজি
তোমার ঠোঁটে জীবন,
চলে গেলে যাক - পরোয়া নেই
শান্তি তো পাবো কিছুক্ষণ।
যাবে না জানি - তাও যদি যাও
মনে রেখো - দাবি রবে একটিই
আমার হৃদয় ফেরত নেবো না
তোমার আমানতেই স্বর্গ তার।
| Illustration Source |
BPATC
September 2021
Comments
Post a Comment