নারীকথন

রুক্ষ্ম সুখে বইছে জীবন

আকাশসীমায় চলে লুকোচুরি

আলসেঘুমে মাতাল নগরী

একটু করে হাসে পাখি।


সেই এক অজানা লোকালয়ে

খেলা করে সুরেরা-

ছন্দের মাঝে, নাচের ফাঁকে

খুঁজে নেয় এক উদাসী নারী

ঘনকেশ ছুঁয়ে জানে তারা

এক বিগত দিনের সুবাস।


কী গভীর সে ভালো লাগা!

কী মন্থর-মন্দকে মনে বাসা বাঁধা!

সুরের মাঝে খুঁজে পায় নিবিড় অসুখ!


নির্মিলিত চোখ-

উদ্ধত-স্থির ঠোঁট-

কানে ধরা চুল-

সুর খেলা করে তার প্রতি অবয়বে।

শুধু আকাশ জানে, তার মমতার জোর

জানে ঐ ভৈরবীর সুর

আর জানে কোন এক পথহারা পথিক।

যে ভালোবেসেছিল এই নারীকে,

মমতাময়ী, উদাসিনী-

মায়ামাখা সেই নারী।।


এক নারী [Source]


BPATC
October 2021


Comments