নব্য আশিক

 বদ্ধ ঘরে এসেছে নাহারের হাওয়া

সূর্য হয়েছে চাঁদের মতো

জানালাকে মনে হয় সাগরতীর

একা কাক যেন কোকিল শত।


বদলে গেছে সব-যখন দেখেছি

গোধূলিবেলায় আলোর খেলা ঐ গালে

কপালের টিপ হলো সলিলে দ্বীপ -

চোখ যেন নীরবে মায়া ঢালে।


বিশ্বের যত মানিক-রত্ন লজ্জা পায়

ঠোঁটের আলতো তিল দেখে

এক ঝলকেই আশিক হৃদয় হারায়

এই ভালোবাসা অধম শেখে।।


Ballerina [Source]


BPATC

September 2021

Comments