প্রেয়সী

দিয়েছো দেখা শতবর্ষ পরে

নক্ষত্র বা তারকা হয়ে

ছুঁয়েছো চোখ আমার ধীরে

কিছু মিছে অভিযোগ নিয়ে।


কোমল ঠোঁট ছুঁয়ে বেরিয়েছে

মৃদু কিছু শব্দ, ভাষা

আমার কানে পেয়েছি ঝর্না

মগজে নিয়েছো বাসা।


চোখ দিয়ে ঘায়েল করেছো

জর্জরিত হয়েছি আমি, 

যুগ-যুগান্তরে প্রেম সে তো 

প্রেয়সী আমার তুমি।


Angel [Source]

BPATC

October 2021

Comments