রত্নজলে পাতালজল
জেনেছি প্রভু, তোমার ছল
কি আকারে ধরেছো তুমি
গগন-ধরণী সলিল-জল?
কেমনে আসে সূর্যের আলো
বসন্তে মাতাল হাওয়া
কোন ফাঁকেতে চলে তোমার
নিত্য আসা যাওয়া?
সবাই বলে খুঁজতে তোমায়
মসজিদ-গির্জা-মন্দিরে,
জানে না তারা বস্তি তোমার
আমার মনের অন্দরে।।
| The Search [Source] |
BPATC
October 2021
Comments
Post a Comment