আকাশে তারারা সারারাত চেয়ে থাকে
হিংসুক চাঁদ চায় চিরযৌবন
আধা রাজত্বে তাঁর নিদারুণ অভিযোগ-
গগনে কলহ চলে নিত্য;
চাঁদ-রানীর কাছে কে থাকতে পাবে!
রজনীভর চলে ছুটোছুটির আয়োজন।
আমাকে দেখে তারা ভুল করে,
ভুলের মাশুল দিচ্ছে ভুলে ভুলে-
একবার পেয়েছে সে স্বাদ
জীবন এসেছিল দু'হাতে
পেয়েছিল যত, রাখতে পারে নি ধরে
মিলিয়ে গেছে, মিশে গেছে
সেই দূর তারাদের ভিড়ে।
চাঁদ তার মায়া রেখে দূরে
উপহাস করে আমায়।
ছেড়েছে বলে, হারাতে বসে ধ্যান
বোকা সে!
ধরে রাখে যে, আবহকালের আক্ষেপ
ডুবে থাকে হওয়া-না হওয়ার পটে।
নিগূঢ় এক নারী ভুল করে
দিয়েছিল তাকে এক চিলতে আলো,
আঁধারে গ্রাস করেছে সে,
ফিরিয়ে দিয়েছে সে আলোর ছোঁয়া
হতাশায় কাটে ক্ষণকাল-মহাকাল
বিদায়বেলায় বলেছে-
আমাতে তোমায় ধরতে পারিনি
এ তোমার জন্য নয়-
আমার জন্য এ ভুলের প্রশ্ন,
উত্তরে শুধু তুমি, তুমি, তুমি
তারারা সব বুঝে চুপ করে থাকে-
মিটিমিটি করে হাসে,
মূর্খ আশিক, শেষ নেই তোর মূর্খতার,
ভুলে যা ভুলকে, ভুল করে ভুল করে
জড়িয়ে রাখ এই একক প্রেমকে- এই জীবনকে।।
| Forestry [Source] |
BPATC
October 2021
Comments
Post a Comment