ভুলের মন

মন, ভুল করে ভুল করো না

ভুলের মূল্য অনেক বেশি।


মনের স্বপ্ন মনে হয়

রাতে শান্তি জমে রয়

সাথে থাকে করুণার ক্ষয়।


মন, ভুল করে ভুল করো না

ভুলের মূল্য অনেক বেশি।


আবেগে ঝরে পিপাসা তৃষা

একদিকে সরে মনের দিশা

সাথে সাথে প্রেমের অমানিশা।


মন, ভুল করে ভুল করো না

ভুলের মূল্য অনেক বেশি।


যত বলো, মোহমায়া

মন ছুঁতে চায়, তারি ছায়া

সাথে থাকে তোমার-আমার মিথ্যে মায়া।


মন, ভুল করে ভুল করো না

ভুলের মূল্য অনেক বেশি।


Dream [Source]


BPATC

October 2021

Comments