অনঘ লহর

শিশিরের ঘাসে পা ডুবিয়ে অনঘোপম মায়াবতী
সালসাবিলের নেশায় মত্ত সাইহান-এ-অমরাবতী।
সুধাকরের বর্ষায় খুইয়ে নিজেকে করি আমি দেবতা
তবু হেমন্ত সকালে শিশিরের মাঝে পাই মানবতা।
দেবত্ব চাই নে, যদি পাই সে জগৎজান্নাতের খোঁজ
মায়া দিয়ে গড়ব স্বর্গ-লয়ে সে নির্মল কান্তি হররোজ।
এই ইরাদা নিয়ে গাঁথি কাব্যের মালা, দেখি স্বপ্ন সকাল
আসে যদি ভুলে সে - অনঘ লহর - কভু কোনকাল;
দূর হতেই সুধা নেব, জ্বলে পুড়ে যাবার যে ভয়!
অমন সুখের চরম জ্বালা কজনেরই বা সয়!


October, 2019
IBA Hostel

from cuded.com
A Girl by the Window by Iman Maleki [Source]

Part 2


Comments