যে দেখা পেতে মুখিয়ে ছিলাম পক্ষ সমান রাত
আমায় দেখালে অনঘ লহর - শোকরান আম্মা বাদ।
যে আশায় কান পেতে থাকে উন্মুখ বেলীর জোড়া
প্রভাত আলোয় রেঙেছে দেখো, কুসুমকলির তোড়া।
আলতো পায়ে বাতাস চলে, জানিয়ে তার খবর
শীতের আগে মাতিয়ে এলে, জমিয়ে দিলে আসর।
দেবাদিদেব এই ঘোরেতে নমে তোমায় নিয়ত
আমি, মানবের নীচাতিনীচ ভস্মীভূত হব হয়ত।
সম্মুখে এসে, আনমনে হেসে, প্রকৃতি করেছ ধন্য,
ফুলের সুবাস নিঃশ্বাসে তোমার, দুনিয়া তোমার জন্য।
শত কামনার নীল পান্না তুমি, সে কি ভাগ্যে জোটে?
একটু শুধু ছুঁয়ে দিলে ভাবি অমর হতাম তারি চোটে।
আবার হয়তো মানবই তুমি, মর্ত্য তোমার ঠিকানা
আমার স্তুতিতে অমিয় তুমি, আমার বাণীতে জেনানা!
মানব-দেব? আসে কি যায় তাতে, বর্তমান তো এই মুহূর্তে,
আফসোস শুধু থেকে যাবে, সময়টা হতো যদি শুরুতে।
কিছুদিন আর, আর মাত্র কিছু কাল
হতো অপরূপ অদ্যপি সব সকাল।
আমায় দেখালে অনঘ লহর - শোকরান আম্মা বাদ।
যে আশায় কান পেতে থাকে উন্মুখ বেলীর জোড়া
প্রভাত আলোয় রেঙেছে দেখো, কুসুমকলির তোড়া।
আলতো পায়ে বাতাস চলে, জানিয়ে তার খবর
শীতের আগে মাতিয়ে এলে, জমিয়ে দিলে আসর।
দেবাদিদেব এই ঘোরেতে নমে তোমায় নিয়ত
আমি, মানবের নীচাতিনীচ ভস্মীভূত হব হয়ত।
সম্মুখে এসে, আনমনে হেসে, প্রকৃতি করেছ ধন্য,
ফুলের সুবাস নিঃশ্বাসে তোমার, দুনিয়া তোমার জন্য।
শত কামনার নীল পান্না তুমি, সে কি ভাগ্যে জোটে?
একটু শুধু ছুঁয়ে দিলে ভাবি অমর হতাম তারি চোটে।
আবার হয়তো মানবই তুমি, মর্ত্য তোমার ঠিকানা
আমার স্তুতিতে অমিয় তুমি, আমার বাণীতে জেনানা!
মানব-দেব? আসে কি যায় তাতে, বর্তমান তো এই মুহূর্তে,
আফসোস শুধু থেকে যাবে, সময়টা হতো যদি শুরুতে।
কিছুদিন আর, আর মাত্র কিছু কাল
হতো অপরূপ অদ্যপি সব সকাল।
Comments
Post a Comment